পঞ্চায়েত নির্বাচনে হিংসার জের, রাজ্য প্রশাসনকে কড়া হুঁশিয়ারি রাজ্যপাল সিভি আনন্দ বোসের

'ভয়-ডরহীন ভাবে মানুষকে ভোটাধিকার প্রয়োগ করতে দিতে হবে'- রাজ্যপাল। পঞ্চায়েত নির্বাচনকে ঘিরে হওয়া হিংসার কড়া সমালোচনা রাজ্যপালের। রাজ্য প্রশাসনকে কড়া ভাষায় হুঁশিয়ারি রাজ্যপাল সিভি আনন্দ বোসের।

/ Updated: Jun 17 2023, 09:16 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

'ভয়-ডরহীন ভাবে মানুষকে ভোটাধিকার প্রয়োগ করতে দিতে হবে'- রাজ্যপাল। পঞ্চায়েত নির্বাচনকে ঘিরে হওয়া হিংসার কড়া সমালোচনা রাজ্যপালের। রাজ্য প্রশাসনকে কড়া ভাষায় হুঁশিয়ারি রাজ্যপাল সিভি আনন্দ বোসের। 'গণতন্ত্রে এই ধরনের রাজনৈতিক হিংসা কোনওভাবেই গ্রহণযোগ্য নয়। আমি নিজের কানে শুনেছি ও দেখেছি মানুষের আতঙ্ক কোন পর্যায়ে। কিছু মানুষ আম জনতার জীবন নিয়ে ছিনিমিনি খেলছে, এটা চলবে না। রাজনৈতিক হিংসায় চারিদিকে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। আমি রাজ্যপাল এবং সংবিধানের অন্যতম রক্ষাকর্তা, আমি এটা হতে দেব না। মানুষকে তাঁর গণতান্ত্রিক অধিকার ভয়-ডরহীনভাবে প্রয়োগ করতে দিতে হবে। আমি রাজ্যে স্বরাষ্ট্রসচিবকে বলেছি অবিলম্বে ব্যবস্থা নিতে। আমি এখানে হিংসার শিকার মানুষদের সঙ্গে কথা বলেছি, এরা সকলেই আতঙ্কে। পঞ্চায়েত নির্বাচনে মানুষ তাঁর ভোটাধিকার ভয়-ডরহীনভাবেই পালন করবে। পুলিশের অনেকেই জখম হয়েছেন এই রাজনৈতিক হিংসায়। আতঙ্কের এই রাজনীতি চলতে দেওয়া হবে না, আমি ব্যবস্থা নেব।' মন্তব্য রাজ্যপাল সিভি আনন্দ বোসের।