সংক্ষিপ্ত

ভোট চলাকালীনও যদি কোনও রকমের দূর্নীতি, কারচুপি না অশান্তির ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে অভিযোগ জানাতে পারবেন রাজ্য নির্বাচন কমিশনে।

শিয়রে পঞ্চায়েত নির্বাচন। আগামী ৮ জুলাই রাজ্যজুড়ে অনুষ্ঠিত হতে চলেছে ত্রি-স্তরীয় পঞ্চায়েত নির্বাচন। ইতিমধ্যেই শেষ হয়েছে মনোনয়ন পর্ব। নির্বাচনের দিনক্ষণ ঘোষণার পর থেকেই অশান্তির চিত্র দেখা গিয়েছে রাজ্যজুড়ে। শান্তিপূর্ণ উপায় ভোট সম্পূর্ণ করতে মোট ৮২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকছে বলে জানিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। শুধু তাই নয়, ভোট চলাকালীনও যদি কোনও রকমের দূর্নীতি, কারচুপি না অশান্তির ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে অভিযোগ জানাতে পারবেন রাজ্য নির্বাচন কমিশনে। এর জন্য খোলা হয়েছে সর্বক্ষণের কন্ট্রোল রুম। 

নির্বাচন সংক্রান্ত অভিযোগ জানাতে ফোন করবেন কোন নম্বরে?

রাজ্য পঞ্চায়েত নির্বাচনের কমিশনের নম্বর -1800 345 5553

এছাড়া জেলা ভিত্তিতে থাকছে নির্দিষ্ট অবসারর্ভার। প্রত্যেক জেলার জন্য থাকছে আলাদা আলাদা নম্বর।

কোন জেলার বাসিন্দারা কোন নম্বরে অভিযোগ জানাবেন?

  • আলিপুরদুয়ার
  • স্পেশাল অবজারভার - মহম্মদ ইকলাখ ইসলাম 704784998/ 9836172882
  • বাঁকুড়া
  • স্পেশাল অবজারভার - নীলাঞ্জনা দাশগুপ্ত 90461 40452
  • বীরভূম
  • স্পেশাল অবজারভার - জয়দীপ দত্তগুপ্ত, 7551064046
  • কোচবিহার
  • স্পেশাল অবজারভার - প্রসেনজিৎ হানস, 7583985214
  • দক্ষিণ দিনাজপুর
  • স্পেশাল অবজারভার - দীপঙ্কর চৌধুরী, 8972494807
  • দার্জিলিং ও কালিম্পং
  • স্পেশাল অবজারভার - প্রভুধ্য দত্ত দ্রাবিড় প্রধান, 94341155218/ 8250883909
  • হুগলি
  • স্পেশাল অবজারভার - নন্দিনী ঘোষ, 7439985318
  • হাওড়া
  • স্পেশাল অবজারভার - অজয় ভট্টাচার্য, 6292317904
  • জলপাইগুড়ি
  • স্পেশাল অবজারভার - সুজাতা ঘোষ, 8670897101
  • ঝাড়গ্রাম
  • স্পেশাল অবজারভার - গোলাম হাসান ওবাদির রহমান, 8918970277
  • নদিয়া
  • স্পেশাল অবজারভার - অচিন্ত্য কুমার পতি, 9046694730
  • উত্তর ২৪ পরগনা
  • স্পেশাল অবজারভার - অভিষেক কুমার তিওয়ারি, 9147180087
  • পশ্চিম বর্ধমান
  • স্পেশাল অবজারভার - জয়দীপ মুখোপাধ্যায়, 6296427904
  • পশ্চিম মেদিনীপুর
  • স্পেশাল অবজারভার - অর্জুন, 9073938057
  • পূর্ব বর্ধমান
  • স্পেশাল অবজারভার - ইউ স্বরূপ, 7719363764
  • পূর্ব মেদিনীপুর
  • স্পেশাল অবজারভার - নিখিল নির্মল, 7586095222
  • পুরুলিয়া
  • স্পেশাল অব্জারভার - কোনথাম সুধীর, 9046141506
  • দক্ষিণ ২৪ পরগনা
  • স্পেশাল অবজারভার - অনুরাগ শ্রীবাস্তব, 9147180190
  • উত্তর দিনাজপুর
  • স্পেশাল অবজারভার - উত্তম কুমার পাত্র, 9800874631

অন্যদিকে, বুধবার এই মামলার শুনানিতে প্রধান বিচারপতি সাফ জানিয়ে দেন, এখনও পর্যন্ত পর্যাপ্ত বাহিনী পাচ্ছে রাজ্য নির্বাচন কমিশন, অতএব এই মুহূর্তে দাঁড়িয়ে দফা বৃদ্ধির আবেদন গুরুত্বহীন। ফলে এক দফায় নির্বাচনের সিদ্ধান্তই বহাল রাখল কলকাতা হাইকোর্ট। শুধু তাই নয় শৃঙ্খলা নিয়ে ইতিমধ্যেই একাধিক নির্দেশ দেওয়া হয়েছে, তাই এই মুহূর্তে নতুন করে দায়ের হওয়া এই মামলায় আলাদা করে কোনও নির্দেশ দেওয়ার প্রয়োজন নেই বলেই জানিয়ে দিলেন প্রধান বিচারপতি।