Sukanta Majumdar: '৩৫৫ লাগু করে ভোট করা উচিৎ পশ্চিমবঙ্গে', ভোট পরবর্তী হিংসা নিয়ে উগড়ে দিলেন সুকান্ত মজুমদার

ভোট লুট ও ভোট পরবর্তী হিংসার জন্য শাসকদলকে দায়ী করে ক্ষোভ প্রকাশ সুকান্ত মজুমদারের । তিনি জানান '৩৫৫ লাগু করে ভোট করা উচিৎ পশ্চিমবঙ্গে' ।

/ Updated: Jul 12 2023, 12:14 AM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

ভোট লুট ও ভোট পরবর্তী হিংসার জন্য শাসকদলকে দায়ী করে ক্ষোভ উগড়ে দিলেন সুকান্ত মজুমদার । তিনি জানান '৩৫৫ লাগু করে ভোট করা উচিৎ পশ্চিমবঙ্গে' । পাশাপাশি বিজেপি প্রার্থীরা ভোটে জিতে গেলেও ফল বদলে দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি ।  আলিপুরদুয়ারে বিজেপি কর্মীদের উপর হামলা হয় । সেই প্রসঙ্গেও তৃণমূল সরকারকে দুষলেন তিনি ।