'আমরা হিংসার রাজনীতি পছন্দ করি না'- মছলন্দপুরে ভোটের প্রচারে এসে বললেন সুকান্ত মজুমদার

সংবাদিক বৈঠকে বিজেপি নেতা সুকান্ত মজুমদার । তিনি বলেন, বিজেপি চায় না ভোটে হিংসা হোক। তৃণমূলের কোনও পরিবার ছেলেকে হারাক তা বিজেপি চায় না ।

/ Updated: Jun 25 2023, 07:44 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

পঞ্চায়েত ভোট আর মাত্র ১৪ দিন বাকি । রবিবার উত্তর ২৪ পরগনার মছলন্দপুরে ভোটের প্রচার সারলেন বিজেপি রাজ্য সভাপতি  সুকান্ত মজুমদার । এর আগে সংবাদিক বৈঠকে বসেন বিজেপি সুকান্ত মজুমদার । তিনি বলেন, বিজেপি চায় না ভোটে হিংসা হোক। তৃণমূলের কোনও পরিবার  ছেলেকে হারাক তা বিজেপি চায় না । ভোটে হিংসা হোক এটা চায় না বিজেপি জানান তিনি ।