সংক্ষিপ্ত
বসিরহাটের যে চারটি ব্ললের ৬০ জন প্রার্থীকে শুক্রবার মনোনয়ন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে- সন্দেশখালি-১ ও ২ , মিনাখা , ন্যাজাট ও হাড়োয়ার ৬০ জন প্রার্থীর জন্য মনোনয়নের সময়সীমা বাড়ানো হয়েছে।
মনোনয়ন নিয়ে বড় রায দিল কলকাতা হাইর্কোট। বসিরহাটের চারটি ব্লকের যেসব বিজেপি প্রার্থী বৃহস্পতিবার পুলিশ নিয়ে গিয়েও মনোনয়ন জমা দিতে পারেননি শুক্রবার তাদের মনোনয়ন জমা দিতে নির্দেশ দিয়েছে আদালত। শুক্রবারই বিজেপি কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চের আবেদন করছিল। অভিযোগ ছিল হাইকোর্টের নির্দেশানুসারে পুলিশকে সঙ্গে নিয়ে গিয়েও মনোনয়ন দেওয়া যায়নি। তাই মনোনয়নের দিন বাড়িয়ে সময় দেওয়া হোক।
কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা এদিন বলেছেন, যারা মনোনয়ন জমা দিতে গিয়ে বাধা পেয়েছে তাদের পর্যাপ্ত পুলিশি নিরাপত্তা দিয়ে আবারও পুলিশ মনোনয়ন দাখিল করতে নিয়ে যাবে। বসিরহাট জেলা পুলিশ সুপারকে সব ব্যবস্থা করতে হবে। প্রার্থীকে মনোনয়নের ব্যবস্থা করতে হবে। বলেও নির্দেশ দিয়েছেন অমৃতা সিনহা।
আদালত নির্দেশ গিয়েছে- সময় নেই, তাই নির্দেশনামার জন্য অপেক্ষা করার দরকার নেই। আদালতের শুনানির ভার্চুয়াল লিঙ্ক রাজ্য নির্বাচন কমিশন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠাবেন। এই লিঙ্কই হবে নির্দেশনামা। এই লিঙ্কে নির্দেশ শুনেই পদক্ষেপ নিতে হবে। বসিরহাটের যে চারটি ব্ললের ৬০ জন প্রার্থীকে শুক্রবার মনোনয়ন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে- সন্দেশখালি-১ ও ২ , মিনাখা , ন্যাজাট ও হাড়োয়ার ৬০ জন প্রার্থীর জন্য মনোনয়নের সময়সীমা বাড়ানো হয়েছে।
মনোনয়ন পর্ব ঘিরে প্রথম থেকেই উত্তাল ছিল গোটা রাজ্য। বসিরহাটে পাঁচটি ব্লকে দুষ্কৃতী হামলার কারণে ৬০ জন বিজেপি প্রার্থী মনোননয় দাখিল করতে পারেনি। তবে আদালতের নির্দেশ অনুযায়ী এই ৬০ জন প্রার্থীকে শুক্রবার বিকেল ৪টের মধ্যে মনোনয়ন জমা দিতে নির্দেশ দিয়েছেন। পাশাপাশি প্রার্থীদের চূড়ান্ত নিরাপত্তার ব্যবস্থাও করতে নির্দেশ দিয়েছে আদালত। যদিও বৃহস্পতিবারই পঞ্চায়েত ভোটর নির্বাচনে মনোনয়ন দাখিলের সমসীমা শেষ হয়ে গিয়েছিল। যদিও বিরোধী রাজনৈতিক দলগুলি মনোনয়নের দিন আরও বাড়ানের আর্জি জানিয়েছিল। কিন্তু আদালত এই বিষয়টি রাজ্য নির্বাচন কমিশনের ওপরই ছে়ড়ে দিয়েছিল। তবে রাজ্য নির্বাচন কমিশন বিরোধীদের আবেদন অগ্রাহ্য করে মনোননয়নেক দিনক্ষণ আরও বাড়ায়নি।