পঞ্চায়েত নির্বাচনের আগে বড় ভাঙন বিরোধী শিবিরে, সিপিএম-বিজেপি-কংগ্রেস ছেড়ে কর্মীরা তৃণমূলে যোগ এগরায়
পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হতেই সবার তৎপরতা শুরু হয়েছে । হাতে আর একমাসও সময় বাকি নেই। এই পরিস্থিতিতে মেদিনীপুরের এগরায় বিরোধী শিবিরে বড়সড় ভাঙ্গন ধরালো তৃণমূল ।
পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হতেই সবার তৎপরতা শুরু হয়েছে । হাতে আর একমাসও সময় বাকি নেই। এই পরিস্থিতিতে মেদিনীপুরের এগরায় বিরোধী শিবিরে বড়সড় ভাঙ্গন ধরালো তৃণমূল । বিজেপি, কংগ্রেস ও সিপিএম ছেড়ে শতাধিক নেতা তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন । এগরার কসবাগোলাতে নবাগতদের হাতে তৃণমূলের পতাকা তুলে দিলেন এগরার বিধায়ক তরুণ কুমার মাইতি ।
তবে তৃণমূলকে কটাক্ষ করতে ছাড়েনি গেরুয়া শিবির । বিজেপি নেতা অরুপ দাশ জানিয়েছেন, এই যোগদান শুধুমাত্র প্রহসন।