Paschim Bardhaman: হঠাৎ বিকট শব্দ! চোখের সামনে আস্ত স্কুল গায়েব হয়ে গেল মাটির নীচে, আতঙ্কে গোটা এলাকা

কয়লা খনির ধসের জেরে রাতারাতি মাটিতে তলিয়ে গেল একটি স্কুল। সোমবার রাত ৭:৩০ নাগাদ স্কুলের বিস্তীর্ণ অংশ হঠাৎ ধসে পড়ে। সৌভাগ্যবশত সেই সময় স্কুলে কেউ ছিল না। স্থানীয়দের দাবি ইসিএল কর্তৃপক্ষের অবৈজ্ঞানিক কয়লা উত্তোলনের জেরেই এই কাণ্ড।

Share this Video

কয়লা খনির ধসের জেরে রাতারাতি মাটিতে তলিয়ে গেল একটি স্কুল। সোমবার রাত ৭:৩০ নাগাদ স্কুলের বিস্তীর্ণ অংশ হঠাৎ ধসে পড়ে। সৌভাগ্যবশত সেই সময় স্কুলে কেউ ছিল না। স্থানীয়দের দাবি ইসিএল কর্তৃপক্ষের অবৈজ্ঞানিক কয়লা উত্তোলনের জেরেই এই কাণ্ড। এর জেরে চরম আতঙ্কে স্থানীয়রা।

Related Video