সংক্ষিপ্ত
ব্যারাকপুরের সভার ছবি তুলে ধরা হয়েছে। সেখানে বলা হয়েছে, ভাটপাড়ার বিজেপি বিধায়ক পবন সিংয়ের কাছ থেকে প্রধানমন্ত্রী কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটি উল্টো দিকের প্রতিকৃতি পেয়েছেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভায় ছবি বিভ্রাট। ব্যারাকপুরে বিজেপি প্রার্থী অর্জুন সিংএর সমর্থনে জনসভা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঞ্চে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্যসভাপতি সুকান্ত মজুমদার। সেখানেই রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি উপহার হিসেবে মোদীর হাতে তুলেদেন অর্জুন সিং। কিন্তু সেই ছবি নিয়েই তৃণমূল কংগ্রেস টার্গেট করেছে বিজেপিকে। কারণ ছবিটি উল্টোভাবেই ধরেই মোদীর হাতে তুলে ধরেন। তাই নিয়ে রীতিমত কটাক্ষ করে তৃণমূল কংগ্রেস।
তৃণমূল কংগ্রেস নিজেদের সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও আপলোড করেছে। সেখানে ব্যারাকপুরের সভার ছবি তুলে ধরা হয়েছে। সেখানে বলা হয়েছে, ভাটপাড়ার বিজেপি বিধায়ক পবন সিংয়ের কাছ থেকে প্রধানমন্ত্রী কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটি উল্টো দিকের প্রতিকৃতি পেয়েছেন। তারপরই তৃণমূল কংগ্রেস কটাক্ষ করে লিখেছে,'বাংলার হৃদয়ে জায়গা করতে চায়!'
যদিও গোটা ঘটনার একটি খুব ছোট্ট অংশই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছে তৃণমূল কংগ্রেস। কারণ এই ঘটনা নজরে পড়তেই পরিস্থিতি সামাল দিতে আসরে নামেন বিজেপির রাজ্যসভাপতি সুকান্ত মজুমদার। তিনি ছবিটি সোজা করে দেন। বিজেপি সূত্রের খবর ভাটপাড়ার বিধায়ক তথা অর্জুন সিংএর পুত্র পবন সিং খেয়ালই করেননি যে তিনি ছবিটি উল্টো করে ধরে রয়েছে। উল্টো ছবিও মঞ্চে মোদীর হাতে তুলে দেন। যদিও সুকান্ত মজুমদার সেটি সোজা করে দেন। এই ঘটনার ভিডিও প্রকাশ করে কটাক্ষ করেছেন তৃণমূল কংগ্রেস নেতা অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ও। তিনি সমালোচনা করেন।
এদিন প্রধানমন্ত্রী ভোট প্রচারে রাজ্যে তিনটি জেলায় চারটি জনসভা করেন। যারমধ্যে একটি ব্যারাকপুরে। অন্য দুটি সভা হয়েছে হুগলির চুঁচুড়া ও পুড়শুড়ায়। শেষ জনসভাটি হাওড়ার সাঁকরাইলে।