
'মা কালীর ভূমির সঙ্গে আজ মা কামাখ্যা জুড়ে গেল' Vande Bharat উদ্বোধনে বিরাট বার্তা PM Modi-র
PM Modi Malda : Vande Bharat Sleeper মালদায় ইতিহাস প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। মালদা টাউন স্টেশন থেকে ছুটল দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেন। তার সূচনা করলেন প্রধানমন্ত্রী মোদী। ঘণ্টায় ১৮০ কিলোমিটার সর্বোচ্চ গতিবেগ এই ট্রেনের।