
Fake Aadhaar Card Scam : ৬ হাজার দিলেই মিলছিল আধার কার্ড! পুলিশি অভিযানে গ্রেফতার ২ পাণ্ডা
Fake Aadhaar Card Scam : মুর্শিদাবাদের সাগরপাড়ার বারোমাসিয়া এলাকা থেকে জাল আধার কার্ড তৈরির অভিযোগে দুই ব্যক্তি—সানাউল্লাহ শেখ ও আনোয়ার রহমানকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযানে উদ্ধার হয়েছে ল্যাপটপ, প্রিন্টার, স্ক্যানার ও জাল কার্ড।
Fake Aadhaar Card Scam : মুর্শিদাবাদ জেলার সাগরপাড়া থানার বারোমাসিয়া এলাকা থেকে জাল আধার কার্ড তৈরির অভিযোগে দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতরা হলেন সানাউল্লাহ শেখ ও আনোয়ার রহমান। এসআই সেরাজুস-এর নেতৃত্বে চালানো অভিযানে তাদের দোকান থেকে দুটি ল্যাপটপ, একটি প্রিন্টার, স্ক্যানার, স্মার্টফোন, সিম কার্ড এবং তিনটি জাল আধার কার্ড উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযুক্তরা প্রতিটি জাল কার্ড তৈরির জন্য ৫,০০০ থেকে ৬,০০০ টাকা নিত এবং তাদের আরও সহযোগী রয়েছে, যাদের নাম তদন্তের স্বার্থে গোপন রাখা হয়েছে। ধৃতদের ৪ দিনের পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে। তদন্ত চলছে।