Champahati : লুঠ ৪০ লক্ষ টাকার সোনা! চম্পাহাটি জুয়েলারি হাউসে ফের ডাকাতি, রক্তাক্ত কর্মচারী

Champahati Gold Shop Robbery : চাঞ্চল্য ছড়াল দক্ষিণ ২৪ পরগনার চম্পাহাটি এলাকায়। মঙ্গলবার দুপুরে ‘চম্পাহাটি গোল্ড জুয়েলারি হাউস’-এ তিনজন হেলমেট পরা দুষ্কৃতী ঢুকে পড়ে। দোকানে সেই সময় উপস্থিত ছিলেন কর্মচারী শম্ভুনাথ চৌধুরী।

Share this Video

Champahati Gold Shop Robbery : চাঞ্চল্য ছড়াল দক্ষিণ ২৪ পরগনার চম্পাহাটি এলাকায়। মঙ্গলবার দুপুরে ‘চম্পাহাটি গোল্ড জুয়েলারি হাউস’-এ তিনজন হেলমেট পরা দুষ্কৃতী ঢুকে পড়ে। দোকানে সেই সময় উপস্থিত ছিলেন কর্মচারী শম্ভুনাথ চৌধুরী। তিনি বাধা দিতে গেলে তাঁকে ধারালো অস্ত্র দিয়ে মারাত্মকভাবে জখম করা হয়। গুরুতর অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীদের মতে, দুষ্কৃতীরা বাইকে করে আসে এবং প্রায় ৪০ লক্ষ টাকার সোনার গয়না লুঠ করে নিয়ে যায়। যাওয়ার আগে দোকানের সিসিটিভি হার্ডডিস্ক খুলে নিয়ে যায় তারা, যাতে তদন্তে বাধা পড়ে। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় সোনারপুর থানার পুলিশ ও বারুইপুর পুলিশ জেলার স্পেশাল অপারেশন গ্রুপ। আশপাশের দোকানের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। উল্লেখযোগ্যভাবে, একই দোকানে ২০২১ সালেও চুরির ঘটনা ঘটেছিল, যার তদন্ত এখনও শেষ হয়নি। বারবার এমন ঘটনার জেরে ক্ষুব্ধ এলাকাবাসী নিরাপত্তা বৃদ্ধির দাবি তুলেছেন।

Related Video