অভিনব কৌশলে চলছিল কয়লা পাচার, গোপন সূত্রে খবর পেয়ে ৬টি কয়লা বোঝাই মোটর বাইক আটক করে সদাইপুর থানার পুলিশ
মোটর বাইক করে অভিনব কৌশলে চলছিল কয়লা পাচার । গোপন সূত্রে খবর পেয়ে সমস্ত কৌশল বানচাল করে দিয়েছে বীরভূম জেলার সদাইপুর থানার পুলিশ, উদ্ধার মোট ৩৬ কুইন্টালের মতো কয়লা ।
মোটর বাইক করে অভিনব কৌশলে চলছিল কয়লা পাচার । গোপন সূত্রে খবর পেয়ে সমস্ত কৌশল বানচাল করে দিয়েছে বীরভূম জেলার সদাইপুর থানার পুলিশ । ৬টি কয়লা বোঝাই মোটর বাইক আটক করে পুলিশ । প্রতিটি বাইকে ৬ কুইন্টাল করে মোট ৩৬ কুইন্টালের মতো কয়লা বাজেয়াপ্ত করা হয় । পুলিশকে আসতে দেখে মোটর সাইকেল ছেড়ে পালিয়ে যায় কয়লা পাচারকারীরা । পুলিশ তাঁদের খোঁজ শুরু করেছে ।