ধূপগুড়িতে পুলিশের অভিযান বাজেয়াপ্ত এক কোটি টাকার নিষিদ্ধ শব্দবাজি গ্রেফতার লরি চালক। কলকাতা থেকে এই নিষিদ্ধ শব্দবাজি ধূপগুড়িতে যাচ্ছিল। সেই সময় বাজেয়াপ্ত করে পুলিশ।
পুজোর আগেই ধামাকা! ধূপগুড়িতে অভিযান চালিয়ে পুলিশ এক কোটি টাকারও বেশি মূল্যের অবৈধ নিষিদ্ধ শব্দবাজি বাজেয়াপ্ত করেছে। লরি বোঝাই করে শব্দবাদি পাচার করা হচ্ছিল। গোপনসূত্রে খবর পেয়ে পুলিশ হানা দেয়। সেই সময়ই এই বাজি উদ্ধার করা হয়। এই ঘটনায় লরির চালককে গ্রেফতার করা হয়েছে। জলপাইগুড়ি জেলার পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর আসে কলকাতা থেকে বিপুল পরিমাণ শব্দবাজি ধূপগুড়ি ও বীরপাড়া উদ্দেশ্যে আনা হচ্ছে। সেই খবরের ভিত্তিতে পৌর বাস টার্মিনাস সংলগ্ন সার্ভিস রোডে নজরদারি চালায় ধূপগুড়ি থানার পুলিশ। সন্দেহ হওয়ায় একটি প্লাস্টিক ঢাকা লরিকে আটক করা হয়।
তল্লাশি চালাতেই চোখ কপালে উঠে যায় পুলিশ আধিকারিকদের। লরিটি ভর্তি ছিল কোটি টাকারও বেশি মূল্যের নিষিদ্ধ শব্দবাজি। গাড়িতে থাকা চালককে নথি দেখানোর নির্দেশ দেওয়া হলেও তিনি কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। এরপরই গাড়ি ও বাজি বাজেয়াপ্ত করা হয় এবং চালক দীনেশ যাদবকে গ্রেফতার করা হয়। তার বাড়ি নদিয়ার হরিণঘাটায়।
ধূপগুড়ি মহকুমা পুলিশ আধিকারিক গেইলসন লেপচা সাংবাদিক বৈঠকে জানান, “গোপন সূত্রে খবরের ভিত্তিতে অভিযানে নামা হয়েছিল। তল্লাশিতে এক কোটি টাকারও বেশি মূল্যের নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার হয়েছে। গ্রেফতার হওয়া লরি চালককে আদালতে তোলা হবে এবং রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। এর পিছনে আর কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে।”
পুজোর আগে এভাবে বিপুল পরিমাণ নিষিদ্ধ বাজি ধরা পড়ায় কড়া নজরদারির পাশাপাশি প্রশাসনকেও বাড়তি সতর্কতা অবলম্বন করার পরামর্শ দিচ্ছেন স্থানীয়রা।
