Nagerbazar Murder : বিএমডব্লু গাড়ির আবদার চালকের! নাগেরবাজারে বৃদ্ধ খুনের কিনারা করল পুলিশ

দমদম নাগেরবাজারে বৃদ্ধ খুনের কিনারা করল পুলিশ। গ্রেপ্তার গাড়িচালক সৌরভ মন্ডল। দীঘায় বেড়াতে যাবে বলে বিএমডব্লু গাড়ির আবদার করেছিল সৌরভ। গাড়ির মালিক আবদার না শোনায় তাকে খুন করা হয়। বৃদ্ধকে খুন করে গাড়ি নিয়ে পালায় ওই যুবক।

/ Updated: Sep 23 2023, 09:15 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

দমদম নাগেরবাজারে বৃদ্ধ খুনের কিনারা করল পুলিশ। গ্রেপ্তার গাড়িচালক সৌরভ মন্ডল। দীঘায় বেড়াতে যাবে বলে বিএমডব্লু গাড়ির আবদার করেছিল সৌরভ। গাড়ির মালিক আবদার না শোনায় তাকে খুন করা হয়। বৃদ্ধকে খুন করে গাড়ি নিয়ে পালায় ওই যুবক। পরে পুলিশ তাকে বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে থেকে গ্রেপ্তার করে। বুধবার নাগেরবাজারে নিজের বাড়ি থেকেই উদ্ধার হয় বৃদ্ধের পচা গলা দেহ।