Viral News: বেহাল রাস্তা! গাড়িতেই জীবনের ঝুঁকি নিয়ে সন্তান প্রসব করালেন 'অপ্রশিক্ষিত' আশাকর্মী

বেহাল রাস্তা জেরে প্রসুতিকে নিয়ে হাসপাতালে পৌঁছাতেই পারল না একটি চার চাকার গাড়ি। ঝুঁকি নিয়ে গাড়ির ভিরতেই প্রসব করালেন আশাকর্মী।

Share this Video

বেহাল রাস্তা! প্রসুতিকে নিয়ে হাসপাতালে পৌঁছাতেই পারল না একটি চার চাকার গাড়ি।ঝুঁকি নিয়ে গাড়ির ভিরতেই প্রসব করালেন আশাকর্মী। মেদিনীপুরের নারায়ণগড় ব্লকের পাকুড়সেনি সংলগ্ন এলাকা। যদিও সদ্যোজাত শিশু ও নতুন মা সম্পূর্ণ সুস্থ রয়েছে। কিন্তু রাস্তা বেহাল থাকায় ক্ষোভ উগরে দিয়েছে স্থানীরা। বুধবার ভোর তখন ৪টে। সোনালির শরীরে অস্বস্তি বুঝে স্থানীয় আশাকর্মী মানসী পাত্রকে ফোন করেন স্বামী সুব্রত। এ দিকে অত ভোরে মাতৃযান বা ১০২ অ্যাম্বুল্যান্সে ফোন করলে দেরি হতে পারে, এমনই আশঙ্কা করেন আশা দিদি। তাই বুদ্ধি করে তিনি তাঁরই এক আত্মীয় বিশ্বজিৎ রাউতকে ফোন করে মারুতি গাড়ি নিয়ে আসতে বলেন। উপায় না দেখে গাড়িতেই প্রসব করানোর সিদ্ধান্ত নেন আশাকর্মী মানসী। মানসী জানান, প্রসব করানোর প্রয়োজনীয় প্রশিক্ষণ ছিল না তাঁর। তবে, নিজের অভিজ্ঞতাকে কাজে লাগিয়েই এই চরম বিপদের মুহূর্তে সফল হন মানসী। গাড়ির মধ্যেই ফুটফুটে পুত্রসন্তানের জন্ম দেন সোনালি।

Related Video