
কী হয়েছিল গলব্লাডার অপারেশনের পর? রোগী মৃত্যুতে উত্তেজনা সোনারপুরে
Sonarpur News Today : সোনারপুরের একটি বেসরকারি হাসপাতালে গলব্লাডার অপারেশনের পর এক রোগীর মৃত্যু ঘিরে তীব্র উত্তেজনা ছড়িয়েছে। ক্যানিংয়ের তালদি এলাকার বাসিন্দা সাবিত্রী গায়েন কীর্তনিয়া (৫৫) গত রবিবার সোনারপুর তেমাথা এলাকার ওই বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সোমবার তাঁর অপারেশন হয়, কিন্তু মঙ্গলবার দুপুর ২টো নাগাদ তাঁর মৃত্যু ঘটে। মৃতার পরিবারের অভিযোগ, হাসপাতালের চিকিৎসকদের সঠিক চিকিৎসার গাফিলতির কারণেই সাবিত্রী দেবীর মৃত্যু হয়েছে।