Poush Mela 2023 : বিদ্যুৎ সরতেই ৩ বছর পর স্বমহিমায় শান্তিনিকেতনে পৌষমেলা শুরু

প্রথমে করোনার থাবা, তার পর একক সিদ্ধান্তে পৌষ মেলা বন্ধ করে দিয়েছিলেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। কিন্তু তিনি সরতেই ফের একবার পুরনো মহিমায় ফিরল পৌষ উৎসব এবং মেলা।

Share this Video

প্রথমে করোনার থাবা, তার পর একক সিদ্ধান্তে পৌষ মেলা বন্ধ করে দিয়েছিলেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। কিন্তু তিনি সরতেই ফের একবার পুরনো মহিমায় ফিরল পৌষ উৎসব এবং মেলা। যাবতীয় রীতিনীতি মেনেই এ বছর পৌষ উৎসব পালন করছে বিশ্বভারতী। মেলার প্রথম দিনে মানুষের ভিড় দেখে আশায় বুক ভাঁধছেন হস্তশিল্পীরা। এই মেলার সূচনাই হয়েছিল প্রান্তিক শিল্পীদের রোজগারের ব্যবস্থা করে দেওয়ার জন্য। পরে বহরে ধীরে ধীরেঅনেকটাই বৃদ্ধি পয়েছে মেলা। হাসি ফুটেছে বাউল, ছৌ, কীর্তন শিল্পীদের মুখেও। এই মেলায় গান গেয়েই অনেকে সারা বছরের বুকিং সেরে ফেলেন। এই মেলাই তাঁদের কাছে ভাত কাপড়ের সংস্থআন করে দেয়। মেলা শুরু হওয়ার তাই খুশি সকলেই।

Related Video