সংক্ষিপ্ত

ভোটের মাঝেই বড়সর ঘটনা! আত্মসমর্পণ করল কয়লাকাণ্ডের মূল অভিযুক্ত অনুপ মাঝি।

ভোটের মাঝেই বড়সর ঘটনা! আত্মসমর্পণ করল কয়লাকাণ্ডের মূল অভিযুক্ত অনুপ মাঝি। দীর্ঘদিন ধরে গা ঢাকা দিয়েছিল অনুপ ওরফে লালা। মঙ্গলবার আসানসোলের বিশেষ আদালতে আত্মসমর্পণ করে লালা। মূলত জামিন চাইতেই আত্মসমর্পণ করেছে অনুপ।

২০২০ সালে কয়লা পাচার কাণ্ডে লালার নাম উঠে আসে। কয়লাকাণ্ডের মূল অভিযুক্ত হিসাবে তাঁর বাড়ি, সম্পত্তি সব বাজেয়াপ্ত করা হয়।

লালা সহ-গ্রেফতার করা হয় চারজনকে। পরে জামিন পায় তিন অভিযুক্ত। তবে বহুদিন ধরেই গা ঢাকা দিয়েছিল অনুপ মাঝি ওরফে লালা। সিবিয়াই সূত্র থেকে জানা গিয়েছে গরু পাচার কাণ্ডের এনামূল হকের সঙ্গেও লালার যোগাযোগ ছিল।

এর আগে অবশ্য লালাকে রক্ষাকবচ দিয়েছিল সুপ্রিম কোর্ট। তাকে গ্রেফতার করা যাবে না বলে জানিয়েছিল শীর্ষ আদালত। ২১ মে এই মামলার চার্জশিট পেশ করার কথা রয়েছে আসানসোলের বিশেষ আদালতে।

মঙ্গলবার আত্মসমর্পণের পরে ১০ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে তাঁকে জামিন দেওয়া হয়। তবে এই কাণ্ডে সিবিআইয়ের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন বিচারক। সুপ্রিম কোর্ট তাকে গ্রেফতার করতে না করেছে কিন্তু এর বিরোধিতা করে সুপ্রিম কোর্টে ফের কেন গেল না সিবিআই তা নিয়ে প্রশ্ন তুললেন আসানসোলের বিশেষ আদালতের বিচারক। এদিকে সকালে আত্মসমর্পণ করে দুপুরে লালার জামিন পাওয়ায় সিবিয়াইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে।