
দু'বছর পর নিজের ছোট্ট সন্তনাকে ফিরে পেলেন মা, ঘটনা শুনলে চোখে জল আসবে!
Purba Medinipur : প্রতিমা পাল জানান, দীর্ঘ প্রতীক্ষার পর সন্তানকে ফিরে পাওয়া তার জীবনের সবচেয়ে বড় আনন্দ। জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সচিব সুদীপা ব্যানার্জি বলেন তারা দ্রুত ও সম্মিলিত প্রচেষ্টায় শিশুটিকে মাকে ফিরিয়ে দিতে সক্ষম হয়েছেন।
Purba Medinipur : প্রতিমা পাল (আড়গোয়াল, পটাশপুর) নামের এক মহিলার নবজাতক সন্তানকে প্রায় দুই বছর পর ফিরিয়ে দেওয়ার ঘটনা নিয়ে জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ সরাসরি উদ্যোগ নেয়। ২৪ আগস্ট ২০২৩ সালে প্রতিমা পাল একটি বেসরকারি নার্সিংহোমে সন্তান প্রসব করেন; নার্সিংহোম কর্তৃপক্ষ জন্মের পর শিশুটিকে মৃত ঘোষণার পাশাপাশি শিশুটির মৃতদেহ ডাস্টবিনে ফেলে দেওয়া হয়েছে বলে জানায়। পরে তদন্তে প্রকাশ পায় শিশুটিকে নার্সিংহোম মালিক ও দালাল মিলে প্রায় দুই লক্ষ টাকায় বিক্রি করে দিয়েছিলেন। ক্রেতা মহিলা শিশুটিকে হাসপাতালে নিয়ে গেলে কাগজপত্র না থাকায় সন্দেহ হওয়ার পর পুলিশ তদন্ত শুরু করে এবং নার্সিংহোম মালিক, তার স্ত্রী, দালাল ও ক্রেতাকে গ্রেফতার করা হয়। তদন্তে প্রতিমাকে শনাক্ত করে পুলিশ তাকে জানায় তার সন্তান জীবিত ও সুস্থ আছে; তবে বিভিন্ন আইনি কারণে শিশু অবশেষে কাঁথির একটি হোমে রেখে দেওয়া হয় এবং সেখানে কাটে প্রায় দুই বছর।
চলতি মাসের ৩ তারিখে প্রতিমা জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের কাছে আসেন। সচিব সুদীপা ব্যানার্জি নেতৃত্বে দপ্তর দ্রুত নথি যাচাই ও আদালত‑প্রশাসনের মাধ্যমে প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করে মাত্র দশ দিনের মধ্যে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে। এর ফলে নিমতৌড়ির চাইল্ড ওয়েলফেয়ার কমিটির মাধ্যমে সোমবার বিকেলে শিশুটি মায়ের কাছে হস্তান্তর করা হয়েছে।
প্রতিমা পাল জানান, দীর্ঘ প্রতীক্ষার পর সন্তান ফিরে পাওয়া তার জীবনের সবচেয়ে বড় আনন্দ। জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সচিব সুদীপা ব্যানার্জি বলেন তারা দ্রুত ও সম্মিলিত প্রচেষ্টায় শিশুটিকে মাকে ফিরিয়ে দিতে সক্ষম হয়েছেন।