
Panskura : প্রেমিকের বৌভাতের দিন হাজির প্রেমিকা! হুলস্থুল কাণ্ড, ছুটে আসল পুলিশ
Panskura : বৌভাতের দিন প্রেমিকের বাড়ির সামনে ধর্নায় বসলেন এক তরুণী, চাঞ্চল্য পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া থানার পীতপুর এলাকায়। অভিযোগ, চার বছর আগে দাসপুরের সামাটের বাসিন্দা ওই তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন পীতপুরের সঞ্জয় মাইতি।
বৌভাতের দিন প্রেমিকের বাড়ির সামনে ধর্নায় বসলেন এক তরুণী, চাঞ্চল্য পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া থানার পীতপুর এলাকায়। অভিযোগ, চার বছর আগে দাসপুরের সামাটের বাসিন্দা ওই তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন পীতপুরের সঞ্জয় মাইতি। নাবালিকা অবস্থায় তাদের বিয়ের কথাও ঠিক হয়। প্রেমিকের বিরুদ্ধে অভিযোগ, বিভিন্ন জায়গায় ঘুরতে নিয়ে গিয়ে তাঁর সঙ্গে শারীরিক সম্পর্ক করেন সঞ্জয়। কিন্তু সাবালিকা হওয়ার পর বারবার বিয়ের কথা বললেও এড়িয়ে যান সঞ্জয়। শেষ পর্যন্ত কোর্ট ও থানায় অভিযোগ জানান তরুণী। সেই মামলায় জামিনে মুক্ত সঞ্জয় সম্প্রতি অন্য মেয়েকে বিয়ে করেন। খবর পেয়েই বৌভাতের দিন সঞ্জয়ের বাড়িতে এসে ধর্না দেন প্রেমিকা। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ আসে। থানায় নিয়ে গিয়ে তরুণীর লিখিত অভিযোগ নেয় পাঁশকুড়া থানার পুলিশ। তরুণীর দাবি, সঞ্জয় তাঁর জীবন নষ্ট করেছে—এখন হয় তাঁকে বিয়ে করতে হবে, নইলে উপযুক্ত শাস্তি পেতে হবে। সঞ্জয়ের পরিবার যদিও এই অভিযোগ অস্বীকার করে পুরো ঘটনাকে ষড়যন্ত্র বলেই দাবি করেছে।