
ভুলবশত নাকি মনের কথা? তৃণমূল নেতার মুখে শুভেন্দুর নাম ঘিরে শুরু নতুন সমীকরণ! কী সাফাই দিলেন?
TMC vs BJP : তৃণমূলের প্রতিষ্ঠা দিবস উদযাপনের অনুষ্ঠানে মাইক হাতে বিরোধী দলনেতার জয়ধ্বনি দিলেন খোদ তৃণমূলের মৎস্য কর্মাধ্যক্ষ। কাঁথির এই ঘটনায় কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। অস্বস্তি ঢাকতে কী বললেন অভিযুক্ত নেতা? জেনে নিন আসল ঘটনা।
TMC vs BJP : তৃণমূলের প্রতিষ্ঠা দিবস পালন ঘিরে পূর্ব মেদিনীপুরের কাঁথিতে এক অদ্ভুত পরিস্থিতির তৈরি হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া মঞ্চ থেকে মাইক হাতে খোদ তৃণমূল নেতাই স্লোগান দিলেন ‘শুভেন্দু অধিকারী জিন্দাবাদ’। এই ঘটনার একটি ভিডিও প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে।
ঘটনাটি ঘটেছে কাঁথির দেশপ্রাণ ব্লকের চালতি অঞ্চলের গোবিন্দপুর বুথে। তৃণমূলের নবনিযুক্ত কো-অর্ডিনেটর তথা জেলা পরিষদের মৎস্য কর্মাধ্যক্ষ তরুণ জানা সেখানে উপস্থিত ছিলেন। অভিযোগ উঠেছে, বক্তব্য শেষ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে জয়ধ্বনি দেওয়ার সময় আচমকাই তিনি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নামে জিন্দাবাদ স্লোগান দিয়ে বসেন। এতে অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য নেতা-কর্মীরা থতমত খেয়ে যান। মুহূর্তের মধ্যে সেই বক্তব্যের ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে।
বিতর্ক দানা বাঁধতেই সাফাই দিয়েছেন তরুণ জানা। তিনি জানান, শুভেন্দু অধিকারী দীর্ঘদিন তৃণমূলে ছিলেন, তাই পুরনো কথা মাথায় আসায় ভুলবশত মুখ দিয়ে ওই নাম বেরিয়ে গিয়েছে। আবার সংবাদমাধ্যমের কাছে তিনি দাবি করেছেন যে, এটি একটি পুরনো ভিডিও যা বিজেপি এখন ছড়িয়ে দিচ্ছে।
এই সুযোগ হাতছাড়া করেনি বিজেপি। কাঁথির বিজেপি নেতা অসীম মিশ্রের কটাক্ষ, শুভেন্দু অধিকারী যে প্রকৃত জননেতা, তা তৃণমূল নেতারা মনে মনে স্বীকার করেন। তরুণবাবুর মুখ দিয়ে আজ সেই সত্যিটাই বেরিয়ে এসেছে। এই ঘটনাকে কেন্দ্র করে তৃণমূলের অন্দরেও অস্বস্তি তৈরি হয়েছে।