Nadia News Today: রাধাষ্টমীতে সাজলো মায়াপুর, হরিনাম সংকীর্তনের জোয়ারে ভাসলো ভক্তরা
মায়াপুর ইসকন মন্দিরে পালন করা হচ্ছে রাধা অষ্টমী। দেশ বিদেশ থেকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ভক্তরা মন্দিরে ভিড় জমাচ্ছে। মঙ্গলবার সন্ধ্যায় অধিবাসের মধ্য দিয়ে রাধাষ্টমীর শুভ সূচনা হয়। বুধবার ভোর থেকেই মঙ্গলারতি সহ মহাভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়।
মায়াপুর ইসকন মন্দিরে পালন করা হচ্ছে রাধা অষ্টমী। দেশ বিদেশ থেকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ভক্তরা মন্দিরে ভিড় জমাচ্ছে। মঙ্গলবার সন্ধ্যায় অধিবাসের মধ্য দিয়ে রাধাষ্টমীর শুভ সূচনা হয়। বুধবার ভোর থেকেই দর্শনার্থীর মঙ্গলারতি সহ হরিনাম সংকীর্তন মহাভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়। অন্যান্য অনুষ্ঠানের সঙ্গে ভোর থেকে শুরু হওয়া রাধাষ্টমী অনুষ্ঠান চলবে রাত নটা পর্যন্ত। সূত্রের খবর, গোটা চত্বরে কঠিন নিরাপত্তার ব্যবস্থাও করা হয়েছে। মায়াপুর ইসকনের কর্তৃপক্ষ রসিক গৌরাঙ্গ দাসের মতে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী আর রাধাষ্টমীর কোন পরিবর্তন নেই। তাঁরা দুজনেই এক এবং অভিন্ন। রাধা কৃষ্ণকে আলাদা করা যায় না। মায়াপুর ইসকন মন্দিরে দু দিন ব্যাপী এই অনুষ্ঠান চলছে।