- Home
- West Bengal
- West Bengal News
- রেলপথে বাঁকুড়ার সঙ্গে জুড়ে যাচ্ছে দুর্গাপুর-রানিগঞ্জ, উপকৃত হবেন কয়েক লক্ষ যাত্রী
রেলপথে বাঁকুড়ার সঙ্গে জুড়ে যাচ্ছে দুর্গাপুর-রানিগঞ্জ, উপকৃত হবেন কয়েক লক্ষ যাত্রী
- FB
- TW
- Linkdin
২০২৪ সাল শেষ হওয়ার আগেই দক্ষিণবঙ্গের বাসিন্দাদের জন্য সুখবর দিচ্ছে রেল
ভারতীয় রেলের হাত ধরে পশ্চিমবঙ্গে যোগাযোগব্যবস্থার উন্নতি হতে চলেছে। ২০২৫ সাল শুরু হওয়ার আগেই সুখবর দিল রেল।
রাজ্যের পশ্চিম প্রান্তে ভারতীয় রেল এমন এক প্রকল্পের কাজ শুরু করতে চলেছে, যার মাধ্যমে একাধিক জেলার মানুষের উপকার হবে
পূর্ব ও দক্ষিণ-পূর্ব রেলের দুই প্রান্তের সংযোগ ঘটতে চলেছে। ফলে জঙ্গলমহলের সঙ্গে শিল্পশহরের যোগাযোগ আরও সহজ হয়ে যাবে।
ভারতীয় রেলের নতুন প্রকল্পের মাধ্যমে দুর্গাপুর ও রানিগঞ্জের সঙ্গে যুক্ত হচ্ছে বাঁকুড়া
রেলের নতুন প্রকল্পের মাধ্যমে বাঁকুড়া জেলার বেলিয়াতোড় স্টেশন থেকে পশ্চিম বর্ধমানের দুর্গাপুর এবং বাঁকুড়া স্টেশন থেকে রানিগঞ্জ স্টেশন যুক্ত হতে চলেছে।
বাঁকুড়া ও পশ্চিম বর্ধমানের বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি মেনে রেলের নতুন প্রকল্প হচ্ছে
বাঁকুড়ার সঙ্গে রেলপথে দুর্গাপুরের সংযোগের দাবি দীর্ঘদিনের। অবশেষে সেই দাবি মেনে নিচ্ছে রেল।
বাঁকুড়া থেকে পশ্চিম বর্ধমানে রেল সংযোগের জন্য জরিপের কাজ শুরু হয়ে গিয়েছে
বেলিয়াতোড়-দুর্গাপুর এবং বাঁকুড়া-রানিগঞ্জ রেলপথ চালু করার জন্য ইতিমধ্যেই জরিপের কাজ শুরু হয়ে গিয়েছে।
বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ রেলের নতুন প্রকল্পের বিষয়ে উদ্যোগ নিয়েছেন
নিজের লোকসভা কেন্দ্রের মানুষের দাবি মেনে বাঁকুড়া, দুর্গাপুর ও রানিগঞ্জে রেলের নতুন প্রকল্পের উদ্যোগ নিয়েছেন বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ।
বাঁকুড়ার সঙ্গে দুর্গাপুর-রানিগঞ্জ রেলপথে সংযোগের খবর ছড়িয়ে পড়তেই সোশ্যাল মিডিয়ায় উচ্ছ্বাস
সোশ্যাল মিডিয়ায় একটি ছবি ছড়িয়ে পড়েছে। এই ছবিতে দেখা যাচ্ছে, বাঁকুড়া ও বেলিয়াতোড় থেকে দুর্গাপুর ও রানিগঞ্জের রেলপথের জন্য জরিপ শুরু হয়েছে।
রেলপথে বাঁকুড়ার সঙ্গে দুর্গাপুর ও রানিগঞ্জের যোগাযোগ স্থাপন হলে বহু মানুষের উপকার হবে
রেলপথে যোগাযোগ হলে দুর্গাপুর-রানিগঞ্জ শিল্পনগরীর ব্যবসায়ীদের পাশাপাশি বাঁকুড়ার কৃষকদের উপকার হবে।
রেলের নতুন প্রকল্পের ফলে বিষ্ণুপুর-তারকেশ্বর যোগাযোগ ব্যবস্থারও উন্নতি হবে
রেলের নতুন উদ্যোগের ফলে বিষ্ণুপুর-তারকেশ্বর এবং মশাগ্রামের যোগাযোগ ব্যবস্থার উন্নতি হবে।
বাঁকুড়া-দুর্গাপুরে রেলের নতুন প্রকল্পের কাজ কবে শেষ হবে এখনও জানা যায়নি
বাঁকুড়া, দুর্গাপুর, বেলিয়াতোড় ও রানিগঞ্জে রেলের নতুন প্রকল্পের কাজ কবে শেষ হবে, সে বিষয়ে রেলের পক্ষ থেকে এখনও কিছু জানানো হয়নি।
বাঁকুড়ার সঙ্গে দুর্গাপুরের রেল যোগাযোগ চালু হলে আর শুধু বাসের উপর নির্ভর করতে হবে না
এখন বাঁকুড়া বা বেলিয়াতোড় থেকে দুর্গাপুর, রানিগঞ্জ যেতে হলে বাসে যেতে হয়। সরাসরি রেল যোগাযোগ চালু হয়ে গেলে আর শুধু বাসের উপর নির্ভর করে থাকতে হবে না।
রানিগঞ্জ-মেজিয়া রেললাইন সম্প্রসারিত করলেই বাঁকুড়ার সঙ্গে যোগাযোগ হয়ে যাবে
রেলপথে রানিগঞ্জ থেকে মেজিয়া রেলপথে মালগাড়ি যাতায়াত করে।এই লাইনই সম্প্রসারিত করে বাঁকুড়া পর্যন্ত নিয়ে যাওয়া হবে।