সংক্ষিপ্ত

শনিবার প্রায় সাড়ে ছটা নাগাদ ফের ওই লাইনে ট্রেন চলাচল শুরু হয়। আপাতত স্বাভাবিক ট্রেন পরিষেবা।

সপ্তাহান্তে ফের ভোগান্তি। শনিবারই শিয়ালদা দক্ষিণ শাখায় বেশ কিছুক্ষণ ব্যহত রেল পরিষেবা। একে ঝমঝমিয়ে বৃষ্টি তাঁর উপর ট্রেনের দুর্ভোগ মিলে সপ্তাহের শেষ দিনে চরম ভোগান্তিতে পড়তে হল শহরবাসীকে। জানা যাচ্ছে শনিবার নরেন্দ্রপুর-সোনারপুরের মাঝে ওভারহেড তার ছিঁড়ে যায়। যার জেরেই সাময়িকভাবে ব্যাহত হয় ট্রেন চলাচল। যার ফলে স্বভাবতই সমস্যায় পড়তে হয় যাত্রীদের। সপ্তাহের শেষ কর্মব্যাস্ত দিনে বাড়ি ফেরার সময় ট্রেনের গন্ডগোলের কারণে চরম সমস্যার মুখে পড়তে হয় যাত্রীদে। রেল সূত্রে জানা যাচ্ছে শনিবার প্রায় সাড়ে ছটা নাগাদ ফের ওই লাইনে ট্রেন চলাচল শুরু হয়। আপাতত স্বাভাবিক ট্রেন পরিষেবা।

শনিবার নরেন্দ্রপুর-সোনারপুরের মাঝে ওভারহেড তার ছিঁড়ে যাওয়ায় ট্রেন পরিষেবা ব্যহত হয় শিয়ালদা দক্ষিণ আপ এবং ডাউন দুই লাইনেই। যদিও এদিন অফিস ফেরত যাত্রীদের ভির খানিকটা কম থাকে তবু বৃষ্টির কারণে অনেকটাই বাড়ে সমস্যা। তবে রেলের পক্ষ থেকে যথেষ্ট তৎপরতায় কাজ করা হয়। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার কাজ। পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, ওভারহেড তার ছিঁড়ে সমস্যা হয়েছিল। সন্ধ্যা সাড়ে ছটা নাগাদ এই লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।