- Home
- West Bengal
- West Bengal News
- Weather News: জেলায় জেলায় শৈত্যপ্রবাহের কাঁটা, তারই মধ্যে বৃষ্টির পূর্বাভাস
Weather News: জেলায় জেলায় শৈত্যপ্রবাহের কাঁটা, তারই মধ্যে বৃষ্টির পূর্বাভাস
- FB
- TW
- Linkdin
জানুয়ারির শেষ সপ্তাহেও বঙ্গে হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া। যার ফলে প্রায় প্রত্যেকদিনই তাপমাত্রা নেমে যাচ্ছে স্বাভাবিকের থেকে নিচে।
উত্তর দক্ষিণ সর্বত্র জেলায় জেলায় শৈত্যপ্রবাহের ভ্রুকুটি, তারই মধ্যে জানুয়ারির শেষ কয়েকদিনে বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর।
রবি ও সোমবার তাপমাত্রা নীচের দিকে থাকলেও মঙ্গলবার থেকে চড়তে শুরু করবে পারদ। আকাশ থাকবে মেঘলা।
বুধবারের পর থেকে বৃষ্টি হতে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। ওই সময়ে তাপমাত্রাও বাড়তে পারে ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত।
উত্তরবঙ্গের জেলায় জেলায় কুয়াশার দাপট অব্যাহত। একই সঙ্গে তাপমাত্রা প্রত্যেক জেলাতেই ১০ ডিগ্রির নিচে, দার্জিলিঙের তাপমাত্রা নেমে গেছে ১ ডিগ্রি সেলসিয়াসে।
মঙ্গলবার থেকে বৃষ্টি শুরু হতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতেও। তার আগে পর্যন্ত শৈত্যপ্রবাহ অব্যাহত থাকবে।
বুধবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় বৃষ্টি শুরু হতে পারে। চলবে বৃহস্পতিবার পর্যন্ত।
আকাশ মেঘলা থাকার দরুন ২ দিন পর থেকে উত্তরবঙ্গের তাপমাত্রাও বাড়তে শুরু করবে বলে জানিয়েছে হাওয়া অফিস। তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত বেড়ে যেতে পারে।