- Home
- West Bengal
- West Bengal News
- বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা,হতে পারে শিলাবৃষ্টি, রইল কলকাতা-সহ দক্ষিণের জেলাগুলোর আবহাওয়ার আপডেট
বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা,হতে পারে শিলাবৃষ্টি, রইল কলকাতা-সহ দক্ষিণের জেলাগুলোর আবহাওয়ার আপডেট
গরমের দাপট বাড়লেও, আবহাওয়া দফতর জানাচ্ছে আজ বিকেল বা রাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে। দক্ষিণের জেলাগুলোতে ২০ থেকে ২২ মার্চ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে তাপপ্রবাহের সতর্কতাও জারি করা হয়েছে কিছু জেলায়।

ক্রমে বাড়ছে গরমের দাপট। মার্চের মাঝামাঝি সময় থেকেই নাভিশ্বাস উঠছে সকলেরই।
গরমের দাপট বেড়েছে দক্ষিণের জেলাগুলোতে। মার্চের এই আবহাওয়ার কারণে চিন্তার ভাজ রাজ্যবাসীর কপালে।
এমন সময় মার্চেই আবহাওয়ার বদলের খবর এল। মিলল স্বস্তির খবর।
আজ বৃহস্পতিবার বিকেল বা রাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে। এমনই জানাল আবহাওয়া দফতর।
তাপমাত্রার পরিবর্তন হচ্ছে ক্রমশ। এক ঝটকায় অনেকখানি বদলাবে আবহাওয়া। বৃষ্টি হলেও থাকবে ভ্যাপসা গরম।
জারি আছে সতর্কতা। তাপপ্রবাহের সম্ভাবনা আছে। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম ও পুরুলিয়ায় থাকবে গরম।
আজ থেকে দক্ষিণের বেশিরভাগ জেলাতেই হবে বৃষ্টি।
২০, ২১, ২২ মার্চ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা আছে। তবে বিক্ষিপ্ত বৃষ্টি হবে সর্বত্র।
আজ শহরের তাপমাত্রা থাকবে সর্বনিম্ন ২৫ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বোচ্চ ৩৫ ডিগ্রি সেলসিয়াস। আজ থাকবে মেঘলা আকাশ।
তেমনই আজ কালবৈশাখীর সম্ভাবনা আছে বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান ও হুগলিতে।

