সংক্ষিপ্ত
লাগাতার বৃষ্টিতে নাজেহাল! জলে জলময় কলকাতা, চরম ভোগান্তির মুখে পড়েছেন নিত্য যাত্রীরা
লাগাতার বৃষ্টিতে নাজেহাল জনজীবন। জলমগ্ন কলকাতার একাধিক এলাকা। জল জমে গিয়ে বিপর্যস্ত রাস্তাঘাট। চরম দুর্ভোগের মধ্যে পড়েছেন কলকাতাবাসী।
শুধু কলকাতা নয় বৃষ্টিতে নাজেহাল বিভিন্ন জেলাও। জল জমে গিয়েছে রাস্তায় রাস্তায়। কাজে বেরতে সমস্যায় পড়ছেন সাধারণ মানুষ। তবে এখনই বৃষ্টি থামছে না বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। গাঙ্গেও পশ্চিমবঙ্গে গভীর নিন্মচাপের কারণে আরও বৃষ্টিপাত হতে পারে বঙ্গে। উত্তরবঙ্গের অবস্থাটাও ঠিক একই রকম। অনবরত বৃষ্টিতে ভয়ঙ্কর পরিস্থিতি উত্তরবঙ্গে।
শুধু তাই নয় পার্বত্য অঞ্চলে হড়পা বানের সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। জল জমে গিয়েছে কলকাতা শহরের একাধিক জায়গায় কলকাতার পিটিএস, নারকেলডাঙা মেন রোডে জল জমেছে।
জলে ডুবে গিয়েছে কৈখালি, পাতিপুকুর আন্ডারপাস, ভিআইপি রোড, লেকটাউন।
সেক্টর ফাইভের কলেজ মোড়, উইপ্রো মোড় এলাকাও জলের ছড়াছড়ি। জলের তলায় সল্টলেকের বিভিন্ন এলাকা। করুণাময়ী বাসস্ট্যান্ড, সেক্টর ফাইভ থেকে ইলেক্ট্রনিক্স কমপ্লেক্স থানা সম্পূর্ণ জলমগ্ন। বিভিন্ন রাস্তায় জল জমায় যানজটের পরিস্থিতি তৈরি হয়েছে। এর ফলে চরম ভোগান্তির মুখে পড়েছেন নিত্যযাত্রীরা।