
North Bengal: দত্তাবাদ কাণ্ডে অভিযুক্ত BDO এলেন প্রকাশ্যে! ক্যামেরার মুখোমুখি হয়েই বললেন চরম কথা
দত্তাবাদকাণ্ডে প্রশান্ত বর্মন নামে এক ব্যক্তির নাম অভিযুক্ত হিসেবে উঠে এসেছিল। প্রশান্ত বর্মণ নিজেকে বিডিও বলে পরিচয় দিয়েছিলেন। গত দু’দিন অভিযুক্ত BDO-র খোঁজ মেলেনি।
দত্তাবাদকাণ্ডে প্রশান্ত বর্মন নামে এক ব্যক্তির নাম অভিযুক্ত হিসেবে উঠে এসেছিল। প্রশান্ত বর্মণ নিজেকে বিডিও বলে পরিচয় দিয়েছিলেন। গত দু’দিন অভিযুক্ত BDO-র খোঁজ মেলেনি। তবে শুক্রবার BDO-কে জলপাইগুড়িতে নির্বাচন কমিশনের অফিসে SIR সংক্রান্ত বৈঠকে দেখা যায়। সেখান থেকে বেরিয়ে এসেই বিস্ফোরক অভিযোগ করেন অভিযুক্ত BDO।