‘পুজো করবো, কিন্তু উৎসব চাই না’ দুর্গাপুজোর প্রাইজমানি ফিরিয়ে দিলো রানাঘাট চারের পল্লী স্পোর্টস কালচারাল এসোসিয়েশন পুজো কমিটি

অভয়া কাণ্ডের জেরে অনেক পুজো কমিটি দুর্গাপুজোর প্রাইজমানি প্রতাখ্যান করছেন। পিছিয়ে নেই রানাঘাট চারের পল্লী স্পোর্টস কালচারাল এসোসিয়েশন পুজো কমিটিও। আরজি কর কাণ্ডের বিচার চেয়ে দুর্গাপুজোর প্রাইজমানি ফেরোতের আবেদন পুজো কমিটির।

Share this Video

অভয়া কাণ্ডের জেরে অনেক পুজো কমিটি দুর্গাপুজোর প্রাইজমানি প্রতাখ্যান করছেন। পিছিয়ে নেই রানাঘাট চারের পল্লী স্পোর্টস কালচারাল এসোসিয়েশন পুজো কমিটিও। আরজি কর কাণ্ডের বিচার চেয়ে দুর্গাপুজোর প্রাইজমানি ফেরোতের আবেদন পুজো কমিটির। পুজো কমিটির উদ্যোক্তাদের দাবি পুজো হবে তবে উৎসব নয়। রানাঘাটের বিজেপি বিধায়ক পার্থসারথি চট্টোপাধ্যায় জানান জন আন্দোলনের অভিমুখ ঘোরাতে মুখ্যমন্ত্রী বলছেন উৎসবে ফিরতে। তিনি এও জানান অভয়া বিচারের দাবিতে এই সিদ্ধান্ত।

Related Video