AC Local : ঠিক যেন মেট্রোর অনুভুতি! এসি লোকাল ট্রেনের যাত্রা শুরু, উচ্ছ্বাস যাত্রীদের

AC Local : বাংলার প্রথম এসি লোকাল ট্রেন আজ থেকে সর্বসাধারণের জন্য চালু হল। রানাঘাট থেকে শিয়ালদা রুটে সকাল ৮টা ২৯ মিনিটে ট্রেনের প্রথম যাত্রা শুরু হয়। আজ যাত্রীরা ভিড় করে ট্রেনে ওঠেন।

Share this Video

AC Local : বাংলার প্রথম এসি লোকাল ট্রেন আজ থেকে সর্বসাধারণের জন্য চালু হল। রানাঘাট থেকে শিয়ালদা রুটে সকাল ৮টা ২৯ মিনিটে ট্রেনের প্রথম যাত্রা শুরু হয়। গতকাল শিয়ালদা স্টেশন থেকে কেন্দ্রের দুই প্রতিমন্ত্রীর উপস্থিতিতে আনুষ্ঠানিক উদ্বোধনের পর আজ যাত্রীরা ভিড় করে ট্রেনে ওঠেন। যাত্রীদের মতে, পূর্ব রেলের এই উদ্যোগ অভাবনীয়, এতে যাতায়াত হবে আরামদায়ক ও দ্রুত। তবে ট্রেনটি যাত্রীরা ঠিকঠাক যত্নে রাখতে পারবে কি না, তা নিয়ে সংশয়ও প্রকাশ করেছেন অনেকে।

Related Video