- Home
- West Bengal
- West Bengal News
- Weather News: ফেব্রুয়ারির প্রথম দিনেই উষ্ণতায় রেকর্ড! শীত বিদায়ের পর অপেক্ষা করে রয়েছে ভয়ঙ্কর গরম?
Weather News: ফেব্রুয়ারির প্রথম দিনেই উষ্ণতায় রেকর্ড! শীত বিদায়ের পর অপেক্ষা করে রয়েছে ভয়ঙ্কর গরম?
ফেব্রুয়ারির প্রথম দিনেই উষ্ণতায় রেকর্ড! শীত বিদায়ের পর অপেক্ষা করে রয়েছে ভয়ঙ্কর গরম?

পশ্চিমি ঝঞ্ঝার কারণে বিদায় নিল শেষ। শীত কালে আজ উষ্ণতম দিনের রেকর্ড।
ফেব্রুয়ারির প্রথম দিনেই তাপমাত্রা ২১ডিগ্রি। শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১.২ ডিগ্রি। স্বাভাবিকের চেয়ে ৫.৬ ডিগ্রি বেশি।
মূলত পশ্চিমি ঝঞ্ঝার কারণেই তাপমাত্রা বেড়ে গিয়েছে এই রাজ্যে। সময়ের আগেই বিদায় নিচ্ছে শীত।
বেশ কিছু এলাকায় হালকা বৃষ্টিপাতও হয়েছে শনিবার। তবে দক্ষিণবঙ্গের সর্বত্র শুকনো আবহাওয়া থাকবে।
কুয়াশার কারণে সতর্কতা জারি করা হয়েছে কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, নদিয়া এবং পুরুলিয়ায়।
আগামী পাঁচ দিনে খুব একটা বদলাবে না আবহাওয়া। শুধু দার্জিলিং এবং কালিম্পঙের পার্বত্য এলাকায় বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টি হতে পারে।
তবে শীত বিদায় নিচ্ছে বলেই মনে করছেন আবহাওয়াবিদেরা। ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে রাজ্যে জোড়া পশ্চিমি ঝঞ্ঝার প্রভাব পড়তে পারে।
২৫ বছরের মধ্যে এই নিয়ে তৃতীয়বার জানুয়ারি মসে উষ্ণতম তাপমাত্রার দিন ছিল। ২৫ বছরে শীতের মধ্যেই সব থেকে গরম ছিল জানুয়ারি মাসে।
২০০৯ সালের ২৬ জানুয়ারি রাতের তাপমাত্রা ছিল ২১.৬ ডিগ্রি। ২০১৫ সালের ২৮ জানুয়ারি রাতের তাপমাত্রা ছিল ২১.১ ডিগ্রি। ৩০ জানুয়ারি ২০২৫-এর রাতের পারদ ছিল ২১.২ ডিগ্রি।