- Home
- West Bengal
- West Bengal News
- Weather Update: রেকর্ড বৃষ্টি জুলাই মাসে, আর কদিন চলবে দুর্যোগ? রইল আবহাওয়ার আপডেট
Weather Update: রেকর্ড বৃষ্টি জুলাই মাসে, আর কদিন চলবে দুর্যোগ? রইল আবহাওয়ার আপডেট
বিগত পাঁচ বছরে জুলাই মাসে কলকাতায় রেকর্ড পরিমাণ বৃষ্টি হয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আজ বুধবারও দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। বৃহস্পতিবার থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে।

শেষ কদিন ধরে চলছে টানা বৃষ্টি। অবিরাম বৃষ্টিতে নাজেহাল অবস্থা সকলের। বিগত পাঁচ বছরে কলকাতায় জুলাই মাসে রেকর্ড পরিমাণ বৃষ্টি হয়েছে। রেকর্ড বলছে জুলাই-এ ৫৯৩.৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে। ৩৬২ মিলিমিটার বৃষ্টি স্বাভাবিক। কলকাতা ছাড়া পুরুলিয়া, বাঁকুড়া জেলাতে হয়েছে বৃষ্টিপাত।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আজ বুধবারও দক্ষিণবঙ্গে হবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি। সব জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। সঙ্গে বইবে দমকা হাওয়া। আজ বুধবার দক্ষিণবঙ্গের আটটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। বাকি জেলায় চলবে বিক্ষিপ্ত বৃষ্টি। অর্থাৎ এখনই রেহাই মিলছে না বৃষ্টি থেকে।
আজ বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা আছে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়াতে। বৃহস্পতিবার থেকে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে। তবে উত্তরবঙ্গেও হবে বিক্ষিপ্ত বৃষ্টি। তেমন অগস্টের শুরু থেকে বাড়বে এই বৃষ্টি।
এদিকে গত ২৪ ঘন্টায় প্রত্যাশা অনুসারে সব জায়গায় হালকা থেকে মাঝারি এবং ভারী বৃষ্টি হয়েছে। সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে ব্যারাকপুরে। আগামীতেও দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা মাঝারি এবং ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। আজ কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৯ ডিগ্রি। আর সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াস।
তেমনই অতি ভারী বৃষ্টি হতে পারে পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পুরুলিয়া, ঝাড়গ্রাম ও কলকাতার কয়েক জায়গায় ভারী বৃষ্টি হবে। সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ কিছুটা ঝোড়ো হাওয়া বইবে। ৩০ থেকে ৪০ কিমি গতিবেগে বইবে হাওয়া।

