সংক্ষিপ্ত
কেন্দ্রের প্রস্তাবে ফের সাড়া দিলো রাজ্য সরকার (West Bengal News)। বাংলায় নতুন করে আরও ৪টি ESI হাসপাতাল তৈরির প্রস্তাবে সায় দিলো রাজ্য সরকার। জানা গিয়েছে, বঙ্গের স্বাস্থ্য কাঠামোকে আরও উন্নত করতে মোট চারটি ইএসআই হাসপাতাল তৈরি করা হবে।
কলকাতা: কেন্দ্রের প্রস্তাবে ফের সাড়া দিলো রাজ্য সরকার (West Bengal News)। বাংলায় নতুন করে আরও ৪টি ESI হাসপাতাল তৈরির প্রস্তাবে সায় দিলো রাজ্য সরকার। জানা গিয়েছে, বঙ্গের স্বাস্থ্য কাঠামোকে আরও উন্নত করতে মোট চারটি ইএসআই হাসপাতাল তৈরি করা হবে। প্রতিটি হাসপাতালে থাকবে ১০০ শয্যার বেড। সবমিলিয়ে মোট ৬৮টি নতুন হাসপাতাল (West Bengal Popular Hospital) তৈরি হচ্ছে রাজ্যা। এতে সাধারণ মানুষ তথা গ্রামবাাংলাার মানুষরা প্রচুর উপকার পাবেন বলেই মনে করা হচ্ছে।
রাজ্যের নয়া এই চারটি ESI হাসপাতালে চিকিৎসা পরিষেবার পাশাপাশি পড়ানো হবে- PHD, MD, Nursing, Paramedical এর মতো বিষয়গুলি। শুধু তাই নয়, ESI-এর পরিচালন পর্ষদ সূত্রে খবর, রাজ্যে নতুন এই ৪টি হাসপাতাল তৈরি করা হবে উত্তর ২৪ পরগনা, দুই মেদিনীপুর ও দার্জিলিংয়ে। এই হাসপাতালগুলিতে রোগীরা সর্বোচ্চমানের চিকিৎসা পরিষেবা পাবেন (Emergency Hospital Service)।
জানা গিয়েছে, বাংলায় ইএসআই হাসপাতাল তৈরি করার জন্য কেন্দ্রীয় শ্রম মন্ত্রকের তরফে নবান্নে একটি প্রস্তাব পাঠানো হয়েছিলো। কেন্দ্রের সেই প্রস্তাবে সায় দিয়েছে রাজ্য সরকার (West Bengal Govt)। এই বিষয়ে বলতে গিয়ে ESI পরিচালন পর্ষদের সভাপতি এসপি তিওয়ারি বলেন, ''এই মহুর্তে হলদিয়া ও দার্জিলিংয়ে দুটি ১০০ শয্যার হাসপাতাল চালু হতে চলেছে। এছাড়াও পঃ মেদিনীপুরের খড়গপুর ও উত্তর ২৪ পরগনার শ্যামনগরে বাকি ২টি হাসপাতাল খুব শীঘ্রই তৈরি করা হবে।
অন্যদিকে রাজ্যে আগেই পুরোদমে চালু হয়ে গিয়েছে নদীয়ার কল্যাণীতে AIIMS হাসপাতাল। এবার আরও চারটি ইএসআই হাসপাতাল তৈরি হলে প্রচুর মানুষ উপকৃত হবেন। উন্নত মানের পরিষেবা পাবেন দার্জিলিংয়ের মতোন পাহাড়ি অঞ্চলের মানুষেরা। ESI পরিচালন পর্ষদ সূত্রে আরও জানা গিয়েছে, রাজ্যে আপাতত এই চারটি হাসপাতাল তৈরি ও পুরোদমে চালু হয়ে গেলে ফের আরও ২টি ESI হাসপাতাল তৈরি করা হবে- মালদহের বীরপুর ও মুর্শিদাবাদের জঙ্গিপুরে। এই বিষয়েও কেন্দ্রের তরফে রাজ্যের সঙ্গে দ্রুত বসা হবে আলোচনায়।
প্রসঙ্গত, বর্তমানে সারাদেশে মোট ১৬০টি ESI হাসপাতাল আছে। তার মধ্যে ২টি দাঁতের চিকিৎসার হাসপাতাল। আটটি সাধারণ হাসপাতাল। চালু রয়েছে ডাক্তারির কোর্সও। সেগুলিতে এবার চালু হবে Paramedical কোর্সও। তবে এই সমস্ত হাসপাতালে ESI-এর সদস্যদের সন্তানদের জন্য ডাক্তারি পড়ার আসন সংরক্ষিত থাকে। জয়েন্ট এন্ট্রান্স পাশ করলেই মেলে এই সমস্ত কোর্সে পড়ার সুযোগ। প্যারামেডিকেলের ক্ষেত্রেও একই নিয়ম বলে জানিয়েছেন ESI পরিচালন পর্ষদের সভাপতি এসপি তিওয়ারি।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।