দুশ্চিন্তা গেল না অচিন্ত্যনগরের বাসিন্দাদের! বাঁধ মেরামতে নিম্নমানের সামগ্রী, অভিযোগ উঠলো সেচ দপ্তরের বিরুদ্ধে!
নিম্নচাপের প্রবল বৃষ্টিতে গত কয়েক দিন আগে ঠাকুরান নদীর বেহাল মাটির বাঁধের বিস্তীর্ণ অংশে বড়সড় ধসের পাশাপাশি ফাটল দেখা দিয়েছিল। দুর্যোগ পরিস্থিতি স্বাভাবিক হতেই সেচ দপ্তর বাঁধ মেরামতের কাজ শুরু করে।
নিম্নচাপের প্রবল বৃষ্টিতে গত কয়েক দিন আগে ঠাকুরান নদীর বেহাল মাটির বাঁধের বিস্তীর্ণ অংশে বড়সড় ধসের পাশাপাশি ফাটল দেখা দিয়েছিল। দুর্যোগ পরিস্থিতি স্বাভাবিক হতেই সেচ দপ্তর বাঁধ মেরামতের কাজ শুরু করে। কিন্তু সেই কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার করে মেরামত চলছে বলে অভিযোগ তুলছেন অচিন্ত্যনগরের বাসিন্দাদের। শালবল্লা ব্যবহার করার পরিবর্তে ব্যবহার করা হচ্ছে সরু এবং দীর্ঘদিনের পুরনো শুকনো বাঁশ।