সংক্ষিপ্ত

"পদত্যাগ করুন, নইলে গুলি..." মঞ্চ থেকে হুঙ্কার শুভেন্দু অধিকারীর! ক্ষোভে ফেটে পড়ল তৃণমূল

"সোমবারের মধ্যেই ইস্তফা না দিলেই মঙ্গলবার গুলি চললে তাকেই দায় নিতে হবে!" এমনই মন্তব্য করলেন শুভেন্দু অধিকারী। আর এই মন্তব্য শুনেই ক্ষোভে ফেটে পড়েছে তৃণমূল। এনেকেই প্রশ্ন তুলেছেন, যে তবে কী প্ররোচনা দিচ্ছেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক।

রাজ্যে অরাজকতার সৃষ্টি করছে বিজেপি।এই মন্তব্যের কারণে শুভেন্দুকে গৃহবন্দী করার দাবি তুলেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ।

এ ছড়াও এদিন মঞ্চ থেকে শুভেন্দু বলেন, " পুলিশমন্ত্রী ফেল। ওর তো লাজ-লজ্জা নেই। সোমবারের মধ্যে পদত্যাগ করুন। নইলে মঙ্গলবার গুলি চললে তার দায় মমতাকে নিতে হবে।’

এই মন্তব্যের পাল্টা উত্তর দিয়েছেন, কুণাল ঘোষ। এ প্রসঙ্গে কুণাল বলেন, " এঁরা বিচার চান? নাকি পদত্যাগের দাবি নিয়ে কু-রাজনীতি? এই ইস্যুতে কবে কোন মুখ্যমন্ত্রী ইস্তফা দিয়েছেন? এখানে তো ১২ ঘণ্টায় গ্রেফতার। যে বা যাঁরা গুলির কথা বলে প্ররোচনা দিচ্ছেন, তাঁদের গৃহবন্দী করুক পুলিশ।"

আরজিকর কাণ্ডের প্রতিবাদে মুখ্যমন্ত্রী মমতার ইস্তফার দাবি তুলেছে বিভিন্ন মহল। তোলা হচ্ছে বিশেষ স্লোগানও। "দফা এক, দাবি এক, মুখ্যমন্ত্রীর পদত্যাগ" অনেকে স্লোগান লেখা টি-শার্টও পরছেন। এরমধ্যেই ২৭ অগাস্ট "নবান্ন অভিযান"এ-র ডাক দেওয়া হয়েছে। তবে এই ডাক এবিভিপি দিয়েছে বলেই অভিযোগ।

                               

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।