Canning : রেস্তোরাঁর মালকিনের 'গুন্ডাগিরি'! কফি ঠাণ্ডা কেন? প্রশ্ন করতেই অশান্তি শুরু

Canning Restaurent News : খাবারের মান নিয়ে প্রতিবাদ, ক্যানিংয়ে রেস্টুরেন্টে আক্রান্ত দুই যুবতী। রেস্টুরেন্টে খাওয়ার সময় খাবারের গুণগত মান খারাপ বলায় দুই যুবতীকে মারধরের অভিযোগ উঠল রেস্টুরেন্ট মালকিনের বিরুদ্ধে।

Share this Video

Canning Restaurent News : রেস্টুরেন্টে খাওয়ার সময় খাবারের গুণগত মান খারাপ বলায় দুই যুবতীকে মারধরের অভিযোগ উঠল রেস্টুরেন্ট মালকিনের বিরুদ্ধে।

সোনারপুর থেকে এক বান্ধবীর বিবাহবার্ষিকী উপলক্ষে ক্যানিংয়ে আসেন দুই যুবতী। মঙ্গলবার বিকেলে বান্ধবী ও তাঁর পরিবারের সঙ্গে ঘোরাঘুরির পর সাতজন মহিলা একসঙ্গে ক্যানিং রেলগেট সংলগ্ন একটি ক্যাফেতে খেতে যান।

সেখানে খাবার নিয়ে অসন্তোষ প্রকাশ করতেই রেস্টুরেন্টের মালকিন কেয়া বিশ্বাস ক্ষিপ্ত হয়ে দুই যুবতীর ওপর চড়াও হন বলে অভিযোগ। প্রত্যক্ষদর্শীদের মতে, যুবতীদের চুলের মুঠি ধরে টেনে হিঁচড়ে রেস্টুরেন্ট থেকে বের করে রাস্তায় ফেলে দেওয়া হয় এবং বেধড়ক মারধর করা হয়।

আহত অবস্থায় তাঁদের ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে রাতে ক্যানিং থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তাঁরা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Related Video