সংক্ষিপ্ত

ছাত্রছাত্রীদের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ পরীক্ষা হল জয়েন্ট এন্ট্রান্স। ভবিষ্যৎ নির্ধারণের ক্ষেত্রে এই পরীক্ষার ফল অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বৃহস্পতিবার রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফল প্রকাশিত হতে চলেছে। বুধবার রাজ্য জয়েন্ট এন্ট্রান্স এগজামিনেশন বোর্ডের পক্ষ থেকে ফল প্রকাশের দিনক্ষণ জানানো হয়েছে। বৃহস্পতিবার দুপুর আড়াইটেয় ফল প্রকাশ করা হবে। তবে বৃহস্পতিবার বিকেল চারটে থেকে পরীক্ষার্থীরা ফল জানতে পারবেন। রাজ্য জয়েন্ট এন্ট্রান্স এগজামিনেশন বোর্ডের ওয়েবসাইট http://www.wbjeeb.nic.in/ ও https://wbjeeb.in/ -এ ফল জানা যাবে। এবার জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা শেষ হওয়ার ৩৮ দিন পর ফল প্রকাশিত হতে চলেছে। লোকসভা নির্বাচনের কারণে ফল প্রকাশে দেরি হল বলে জানিয়েছে বোর্ড। ইতিমধ্যে কয়েকটি সর্বভারতীয় পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এবার রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফল প্রকাশিত হতে চলেছে।

লোকসভা নির্বাচনের মধ্যেই হয় পরীক্ষা

এ বছরের ২৮ এপ্রিল হয় রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা। ইঞ্জিনিয়ারিংয়ের প্রবেশিকা পরীক্ষা জয়েন্ট ঘিরে বিশেষ আয়োজন করা হয়। দুই ধাপে হয় পরীক্ষা। প্রথম পর্বে অঙ্ক পরীক্ষা শুরু হয় সকাল ১১টায়। এই পরীক্ষা চলে দুপুর একটা পর্যন্ত। এরপর এক ঘণ্টার বিরতি ছিল। দুপুর দুটোয় শুরু হয় দ্বিতীয়ার্ধের পরীক্ষা। এই পর্বে পদার্থবিদ্যা ও রসায়ন পরীক্ষা হয়। দ্বিতীয়ার্ধের পরীক্ষা শেষ হয় বিকেল চারটেয়। এবার এই পরীক্ষার ফল প্রকাশিত হতে চলেছে।

পরীক্ষার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা মেট্রোরেলের

জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার্থীদের সুবিধার্থে বিশেষ ব্যবস্থা করে কলকাতা মেট্রোরেল। সকাল ৯টার পরিবর্তে দক্ষিণেশ্বর, দমদম ও কবি সুভাষ স্টেশন থেকে দিনের প্রথম মেট্রো রেল ছাড়ে সকাল সাড়ে আটটায়। অন্য রবিবারগুলিতে সারাদিনে ১৩০ বার মেট্রো রেল পরিষেবা পাওয়া যায়। তবে এই রবিবার সারাদিনে ১৪০ বার মেট্রো রেলের পরিষেবা পাওয়া গিয়েছিল। তবে শুধু ব্লু লাইনেই এই পরিষেবা পাওয়া যায়। অন্য পরিষেবায় কোনও বদল আনা হয়নি।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠানে কাজের সুযোগ! লিখিত পরীক্ষা ছাড়াই নিয়োগ, কীভাবে আবেদন করবেন? জেনে নিন

লিখিত পরীক্ষা ছাড়াই চাকরি! পশ্চিমবঙ্গ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতিতে বড়সর নিয়োগ

PowerGrid Recruitment 2024 পরীক্ষা ছাড়াই মিলবে সরকারি চাকরি, বেতন পাবেন ১২০০০০টাকা, আজই আবেদন করুন