সংক্ষিপ্ত
শেষবারের মত মেয়ের ক্ষতবিক্ষত মুখটা দেখতে পেয়েছিলেন। চোখের জলে বিদায় দিয়েছিলেন নিজের একমাত্র সন্তানকে। মেয়ের হত্যাকারী ধর্ষকদের শাস্তির দাবিও জানিয়েছিলেন। কিন্তু এখনও পাননি। তবে তাঁর মেয়ের হয়ে লড়াই শুরু করেছেন সহপাঠী - সহকর্মীরা। তাদের কাউকে চেনেন। চেনেন না অধিকাংশকেই। কিন্তু এবার সেই জুনিয়ার ডাক্তারদের কর্মসূচিতেই সামিল হওয়ার কথা জানিয়েছেন আরজি করের নির্যাতিতার মা। আগামিকাল ৪ সেপ্টেম্বর মৌন মিছিলের ডাক দিয়েছেন জুনিয়ার ডাক্তাররা। সেই কর্মসূচিতে সামিল হবেন নিহত নির্যাতিতার মা। সেই দিনই তিনি আরজি করের জুনিয়ার ডাক্তারদের সঙ্গে রাতও জাগবেন।
৫ সেপ্টেম্বর , বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে আরজি কর ধর্ষণ ও খুনের মামলার শুনানি। সুপ্রিম কোর্টের শুনানির দিকেই তাকিয়ে রয়েছেন জুনিয়ার ডাক্তাররা। ন্যায় বিচার পেতে তদন্তকারী সিবিআই , রাজ্য প্রশাসনের ওপর বাড়াতেই জুনিয়ার ডাক্তাররা একগুচ্ছ কর্মসূচি নিয়েছেন।
নির্যাতিতার মা জানিয়েছেন, তিনি আগামিকাল অর্থাৎ বুধবার আরজি কর হাসপাতালে আবারও যাবেন। তিনি বলেন, আন্দোলন আরও জোরালো হওয়া উচিৎ। 'আমরাও যাব। আমি ৪ তারিখে আরজি করে যাব। ওদের পাশে দাঁড়াব।' তিনি বলেছেন, এই আন্দোলনে তাঁদের পরিবারের পুরো সমর্থন রয়েছে। জুনিয়ার ডাক্তারদের পাশে থাকার বার্তা দেওয়ার পাশাপাশি তিনি শুভেচ্ছাও জানিয়েছেন। তাঁর কথায় আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের গ্রেফতারির মধ্যে দিয়েই আন্দোলনকারীদের নৈতিক জয় দেখছেন।
এর আগে গত ১৪ সেপ্টেম্বর আরজি কর ইস্যুতে জুনিয়ার ডাক্তারদের আন্দোলনের পাশাপাশি নাগরিক সমাজ মহিলাদের কাছে রাত দখল করার আর্জি জানিয়েছিল। সেই কর্মসূচিতে রাতের অন্ধকারেও রাজধানীর রাজপথে নেমেছিল মানুষের ঢল। কলকাতা ছাড়িয়ে সেই দিনই আন্দোলন পৌঁছে গেছে প্রত্যন্ত জেলাতেও। সেই দিন সদ্য কন্যাহারা ঘরে বসেই কেঁদে ফেলেছিলেন। ঘনিষ্টদের বলেছিলেন, তাঁর মেয়ের জন্যই এতকিছু হচ্ছে। এবার আর ঘরে বসে থাকতে চান না আরজি করের কন্যাহারা। সামিল হতে চান জুনিয়ার ডাক্তারদের কর্মসূচিতে।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।