- Home
- West Bengal
- West Bengal News
- আরজি কর মামলার শুনানির দিনেই হাইকোর্টে বড় ধাক্কা সন্দীপ ঘোষের, গুরুত্ব দিলেন না বিচারপতি
আরজি কর মামলার শুনানির দিনেই হাইকোর্টে বড় ধাক্কা সন্দীপ ঘোষের, গুরুত্ব দিলেন না বিচারপতি
- FB
- TW
- Linkdin
কলকাতা হাইকোকর্টে সন্দীপের জামিন মামলা
সোমবার শিয়ালদহ কোর্টে শুনানি শুরু করে আরজি কর হত্যাকাণ্ড মামলা। আজ থেকে রোজ হবে শুনানি। এই দিনই কলকাতা হাইকোর্টে ওঠে সন্দীপ ঘোষের মামলা।
ধাক্কা সন্দীপ ঘোষের
একদিকে যখন আরজি কর মামলার শুনানি শুরু হল অন্যদিকে কলকাতা হইকোর্টে বড় ধাক্কা খেলেন সন্দীপ ঘোষ।
কলকাতা হাইকোর্টে সন্দীপ ঘোষের মামলা
আগেই কলকাতা হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চে জামিনের আবেদন জানিয়েছিলেন সন্দীপ ঘোষ। কিন্তু সেই মামলার অবকাশকালীন বেঞ্চ থেকে পাঠিয়ে দেওয়া হয় নিয়মিত বেঞ্চে
নিয়মিত বেঞ্চে শুনানি
কলকাতা হাইকোর্টের নিয়মিত বেঞ্চে এদিন সন্দীপ ঘোষের জামিন মামলার শুনানি হয়। কিন্তু সেখানেই ধাক্কা খেলে সন্দীপ ও তাঁর আইনজীবী।
আদালতে আইনজীবীর সাওয়াল
আদালতে সন্দীপের আইনজীবীর দাবি ছিল, আর্থিক দুর্নীতি মামলায় বেআইনিভাবে আটক করে রাখা হয়েছে সন্দীপ ঘোষকে। আদালতেও পেশ করা হচ্ছে না। তাই সন্দীপ ঘোষকে জামিন দেওয়া হোক।
তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে শুনানি
সন্দীপ ঘোষের জামিন মামলা উঠেছিল বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে। কিন্তু তিনি এই মামলাকে গুরুত্ব দিতে চাননি। জামিনের মামলা শুনতেও রাজি হননি। স্পষ্ট করে জানিয়ে দেন, জামিন চাইতে যেতে হবে নিম্ন আদালতে।
হাইকোর্টের পর্যবেক্ষণ
আদালতের পর্যবেক্ষণ, গোটা বিষয়টা সিবিআইয়ের বিশেষ আদালতের এক্তিয়ারে রয়েছে। হাইকোর্ট তাদের এড়িয়ে এর মধ্যে হস্তক্ষেপ করতে পারে না।
সিবিআই-এর হাতে গ্রেফতার
আরজি কর হাসপাতালে আর্থিক দুর্নীতিকাণ্ডের তদন্তে নেমে সন্দীপকে গ্রেফতার করেছিল সিবিআই। পরবর্তীতে গত ১৫ সেপ্টেম্বর তাঁকে মহিলা চিকিৎসক ধর্ষণ এবং খুনের মামলায় প্রমাণ লোপাটের অভিযোগে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
রেজিস্ট্রেশন বাতিল
এরই মধ্যে সন্দীপ ঘোষের ডাক্তারি রেজিস্ট্রেশন বাতিল করা হয়েছে। বজেয়াপ্ত করা হয়েছে বিপুল সম্পত্তি।
আরজি কর ইস্যুতে
আরজি কর কাণ্ডে সন্দীপের বিরুদ্ধে সরব হয় জুনিয়র ডাক্তাররা। তারপরই তাঁর বিরুদ্ধে উঠতে থাকে একাধিক অভিযোগ