সংক্ষিপ্ত

এবার সরাসরি ইমেইল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে।

জানা যাচ্ছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করতে চান আরজি কর হাসপাতালের নির্যাতিতার বাবা-মা।

এবার সরাসরি ইমেইল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে। জানা যাচ্ছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করতে চান আরজি কর হাসপাতালের নির্যাতিতার বাবা-মা।

কলকাতা পুরসভার ৫০ নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর সজল ঘোষ এই দাবি করেছেন। মঙ্গলবার, সকালেই এই মর্মে শাহকে একটি ইমেইল পাঠিয়ে দিয়েছেন নির্যাতিতার বাবা। তিনি সেখানে লিখেছেন, মেয়ের সঙ্গে এই ঘটনা ঘটে যাওয়ার পর থেকেই প্রচণ্ড মানসিক চাপের মধ্যে রয়েছেন তারা। অসহায় বোধ করেছেন দম্পতি। এমন অবস্থায় তাই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করে কিছু বিষয়ে আলোচনা করতে চান নির্যাতিতার বাবা-মা।

আরজি করে মহিলা চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনায় শাহ কী বর্তমানে কী ভাবছেন, তাও জানতে চাইছেন তারা। সূত্রের খবর, সাক্ষাতের জন্য শাহের থেকে সময় চেয়েছেন তারা। প্রসঙ্গত, মঙ্গলবার অমিত শাহের জন্মদিন। তাই ইমেইলে শাহকে জন্মদিনের শুভেচ্ছাও জানিয়েছেন নির্যাতিতার বাবা।

এমনিতে বুধবারই রাজ্যে আসার কথা ছিল শাহের। তবে সোমবার বিকেলেই জানা যায় যে, অমিত শাহের বঙ্গ সফর আপাতত বাতিল করা হয়েছে। তবে ঠিক কী কারণে সেই সফর বাতিল হয়েছে, তা অবশ্য সরকারিভাবে এখনও কিছুই জানা যায়নি।

কিন্তু বিজেপি সূত্রে জানা যাচ্ছে, সাময়িক দুর্যোগ পরিস্থিতির কথা মাথায় রেখেই আপাতত রাজ্যে আসছেন না শাহ। তবে সফর বাতিল বলতে চাইছেন না রাজ্য বিজেপির নেতারা। তাদের বক্তব্য, এই সফর কেবল স্থগিত করা হয়েছে।

এদিকে সোমবার, নবান্ন সভাঘরে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর অনশন প্রত্যাহার করেন করে নেন জুনিয়র ডাক্তাররা।

ওদিকে ধর্মতলায় সোমবার রাতে, জুনিয়র ডাক্তারদের অনশনমঞ্চেও উপস্থিত ছিলেন নির্যাতিতার বাবা-মা। এমনকি, সোমবার রাতে নির্যাতিতার বাবা জুনিয়র ডাক্তারদের উদ্দেশে একটি বার্তাও দেন। তিনি বলেন, "ওদের জন্য এবং আমার মেয়ের জন্য একদিন না একদিন ন্যায়বিচার ঠিক ছিনিয়ে আনব।’’

অপরদিকে, আন্দোলনকারীরাও জানান য, সরকারের অনুরোধে নয়, বরং নির্যাতিতার বাবা-মায়ের অনুরোধেই অনশন প্রত্যাহার করেছেন তারা। আর এরপরেই মঙ্গলবার, সকালে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখার করার সময় চেয়ে ইমেইল করলেন নির্যাতিতার বাবা।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।