
Richa Ghosh: বিশ্বকাপ জিতে ঘরে ফিরল রিচা ঘোষ, উৎসবের মেজাজে গোটা শিলিগুড়ি
Richa Ghosh: প্রথম বাঙালি হিসাবে ক্রিকেট বিশ্বকাপ জয় শিলিগুড়ির রিচা ঘোষের। আজ ঘরে ফিরল সে। ঘরের মেয়ে ঘরে ফিরে আসায় উৎসবের মেজাজে গোটা শিলিগুড়ি। হুটখোলা জিপে বাড়ি ফিরতেই রিচার মা পায়েস খাইয়ে মেয়েকে বরণ করে নিল।