সিদ্ধেশ্বরী কালীকে পুজো দিয়ে হতো ডাকাতি! জেনে নিন রানাঘাটের ‘রানা ডাকাত’ ও সিদ্ধেশ্বরী কালীর গল্প
প্রায় ৪০০ বছরের পুরনো রানাঘাটের এই সিদ্ধেশ্বরী কালী মন্দির। এই কালীমন্দিরেই এক সময় রানাঘাটের রানা ডাকাত পুজো দিয়ে তিনি ডাকাতি করতে বের হতেন। সেই সময় রানাঘাটের নাম ছিল বোম্ভ ডাঙ্গা।
প্রায় ৪০০ বছরের পুরনো রানাঘাটের এই সিদ্ধেশ্বরী কালী মন্দির। এই কালীমন্দিরেই এক সময় রানাঘাটের রানা ডাকাত পুজো দিয়ে তিনি ডাকাতি করতে বের হতেন। সেই সময় রানাঘাটের নাম ছিল বোম্ভ ডাঙ্গা। পড়ে রানা ডাকাতের নামে এই জায়গাটার নাম হয় রানার ঘাট। পরবর্তীতে রানার ঘাট থেকে নাম হয় রানাঘাট।