
মমতাকে ইঙ্গিত করে রুদ্রনীলের কবিতা 'আমরা সবাই রাজা' দাপাচ্ছে সোশ্যাল মিডিয়া, দেখুন
প্রজাতন্ত্র দিবসে রুদ্রর কবিতা 'আমরা সবাই রাজা' এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। মমতা বন্দ্যোপাধ্য়ায়ের নাম না করলেও রুদ্রর কবিতার ইঙ্গিত যে সে দিকেই তা স্পষ্ট।
প্রজাতন্ত্র দিবসে তার লেখা ও পাঠকরা'ট্রেডমার্ক' কবিতা সোশ্যাল মিডিয়ায় সামনে আনলেন বিজেপির নেতা- অভিনেতা রুদ্রনীল। দুর্নীতি, ফাইল চুরি, ভোটে কারচুপি, জাল আধার কার্ড, জেলে যাওয়া, সন্ত্রাস, বকেয়া ডিএ সহ নানা বিষয়ে মমতার সরকারের নাম না নিয়ে বিঁধলেন রুদ্র। প্রজাতন্ত্র দিবসে রুদ্রর কবিতা 'আমরা সবাই রাজা' এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। মমতা বন্দ্যোপাধ্য়ায়ের নাম না করলেও রুদ্রর কবিতার ইঙ্গিত যে সে দিকেই তা স্পষ্ট।