- Home
- West Bengal
- West Bengal News
- সন্দীপ ঘোষের বিশাল সম্পত্তির সন্ধান ক্যানিং-এ, ১০ বিঘা জমির ওপর 'ডাক্তারবাবুর' বাংলো
সন্দীপ ঘোষের বিশাল সম্পত্তির সন্ধান ক্যানিং-এ, ১০ বিঘা জমির ওপর 'ডাক্তারবাবুর' বাংলো
- FB
- TW
- Linkdin
সন্দীপ ঘোষের সম্পত্তি
ধীরে ধীরে প্রকাশ্যে আসছে আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের সম্পত্তির হিসেব নিকেশ। কারণ ইতিমধ্যেই তার বেলেঘাটার বাড়ির তালা ভেঙে ঢুকে পড়েছে ইডি। অন্যদিকে শুক্রবারই সামনে এসেছে সন্দীপের বিশাল এক সম্পত্তির কথা।
ক্যানিং সন্দীপের বাংলো
চারদিকে ধূধূ প্রান্তর। তারই মাঝখানে মাথা তুলে দাঁড়িয়ে রয়েছে একটি সবুজ রঙের বিশাল বাংলো। স্থানীয়দের কথা সেটি আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপের।
সঙ্গীতা সন্দীপ ভিলা
সন্দীপ ঘোষের স্ত্রীর নাম সঙ্গীতা। স্বামীর স্ত্রীর নাম একত্র করেই রাখা হয়েছে বাড়ির নাম। সঙ্গীতা সন্দীপ ভিলা। যা মনে করিয়ে দিচ্ছে পার্থ অর্পিতার কথা।
লম্বা গেট আর পাঁচিল ঘেরা
সেই বাংলো বা়ড়ির সামনে লম্বা লোহার দরজা। আর চারদিকে ঘেরা রয়েছে বিশাল উঁচু প্রাচির দিয়ে।
১০ বিঘা জমিতে বাংলো
স্থানীয়দের কথায় ১০ বিঘা জমি নিয়ে তৈরি হয়েছে এই বাংলো বাড়ি। এটি সন্দীপ ঘোষের খামার বাড়ি। মাঝে মাঝেই আসেন
ডাক্তারবাবু আসেন
স্থানীয়দের কথায় ডাক্তারবাবু প্রায়ই এখানে আসেন। সকাল ১০টা নাগাদ আসেন। আর বিকেল ৪টে -৪.৩০ মিনিটের মধ্যে ফিরে যান। স্ত্রী সঙ্গীতাও আসেন এই বাংলোবাড়িতে। সন্দীপের বাবারও যাতায়াত ছিল এই বাংলোবাড়িতে।
সন্দীপের বাংলোর ঠিকানা
দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং-২ ব্লকের ঘুটিয়ারি শরিফের নারায়ণপুর মৌজায় তৈরি হয়েছে এই সুন্দর বাংলো।
বাংলো তৈরি
স্থানীয়দের কথায় মাত্র দুই বছর আগেই এখানে তৈরি হয়েছে এই প্রাসাদপম বাংলো। খামারবাড়ির কাজ সামলাতেন স্থানীয় বাসিন্দাাও। সন্দীপ ও তাঁর স্ত্রী দেখাশোনা করতে যেতেন।
কেয়ারটেকারের কথাকেয়ারটেকারের কথা
বাড়ির কেয়ারটেকার জাকির লস্কর জানিয়েছেন, আরজি করের ঘটনার পর আর সন্দীপ ও তাঁর পরিবারের সদস্যরা এই বাংলোতে যাননি। তবে তার আগে প্রায়ই আসতেন।
সন্দীপের শ্বশুরবাডিতে ইডি
এই দিনই সন্দীপের চন্দননগরের শ্বশুরবাড়িতে হানা দেয় ইডি।