Santipur : থানায় ছুটল ষষ্ঠ শ্রেণির ছাত্রী! বিরাট অ্যাকশনে পুলিশ

Santipur Crime News : আজ দুপুরে মদ্যপ অবস্থায় ধারালো বঁটি হাতে মায়ের উপর হামলার চেষ্টা করে অভিযুক্ত। ঘটনাটি চোখে পড়তেই সাহস করে থানায় ছুটে যায় মেয়েটি। পরে মেয়ের হাত ধরে থানায় পৌঁছন মা-ও।

Share this Video

Santipur Crime News : মদ্যপ বাবার বিরুদ্ধে থানায় অভিযোগ ষষ্ঠ শ্রেণির ছাত্রীর
শান্তিপুর : মদ্যপ অবস্থায় মাকে বাঁচাতে থানার দ্বারস্থ হল ষষ্ঠ শ্রেণির এক ছাত্রী। অভিযোগ, মাঝেমধ্যেই মদ্যপান করে বাড়ি ফিরে মাকে মারধর করত বাবা। সংসারে আর্থিক অনটন থাকা সত্ত্বেও মদ কেনার জন্য টাকার দাবি করত সে। নদিয়া জেলার শান্তিপুরের ১৪ নম্বর ওয়ার্ডের ঘটনা। 
আজ দুপুরে মদ্যপ অবস্থায় ধারালো বঁটি হাতে মায়ের উপর হামলার চেষ্টা করে অভিযুক্ত। ঘটনাটি চোখে পড়তেই সাহস করে থানায় ছুটে যায় মেয়েটি। পরে মেয়ের হাত ধরে থানায় পৌঁছন মা-ও।
মা ও মেয়ে প্রশাসনের কাছে অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। ঘটনার ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।

Related Video