Santipur : সিসিটিভিতেও দেখা গেছে...কোথায় উধাও হয়ে গেল শান্তিপুরের ষষ্ঠ শ্রেণীর ২ ছাত্রী!

Santipur Missing Case : নদিয়ার শান্তিপুরে স্কুল থেকে টিফিন কিনতে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায় দুই ছাত্রী। নিখোঁজদের নাম অঙ্কিতা দত্ত ও অন্বেষা সাধুখা, দু’জনেই শান্তিপুর রাধারানী শিক্ষা মন্দিরের ষষ্ঠ শ্রেণির ছাত্রী।

Share this Video

Santipur Missing Case : নদিয়ার শান্তিপুরে স্কুল থেকে টিফিন কিনতে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায় দুই ছাত্রী। নিখোঁজদের নাম অঙ্কিতা দত্ত ও অন্বেষা সাধুখা, দু’জনেই শান্তিপুর রাধারানী শিক্ষা মন্দিরের ষষ্ঠ শ্রেণির ছাত্রী এবং শান্তিপুর শহরের বাইগাছি পাড়া ও পুটোপুটি তলার বাসিন্দা।

জানা গেছে, দুই ছাত্রী তাদের অভিভাবকদের সঙ্গেই স্কুলে এসেছিল। পরে টিফিন কেনার কথা বলে মেন গেট দিয়ে বেরোতে চাইলে গেটম্যান অনুমতি না দিলে, তারা স্কুলের পিছনের দরজা দিয়ে বেরিয়ে যায়। এরপর তারা আর স্কুলে ফেরেনি। স্কুলের এক ছাত্রী জানিয়েছে, দু’জনকে স্টেশনমুখী একটি টোটোতে উঠতে দেখা গেছে।

স্কুল ছুটির পরও দুই ছাত্রী না ফেরায়, কর্তৃপক্ষ অভিভাবকদের খবর দেয়। বহু খোঁজাখুঁজির পরও সন্ধান না মেলায়, পরিবারের পক্ষ থেকে শান্তিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। পুলিশ সূত্রে খবর, ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং বিভিন্ন সূত্র ধরে তল্লাশি চালানো হচ্ছে। নিখোঁজ দুই ছাত্রীর সন্ধানে তোলপাড় পড়ে গেছে গোটা শান্তিপুরে।

Related Video