স্কুলপড়ুয়ারা ফুচকা, ইডলি, মাংসের ঘুগনির মতো লোভনী খাবার নিজেরাই বানিয়ে বিক্রি করছে, ভাইরাল ভিডিও

ফুড ফেস্টিভ্যালে ফুচকা, ইডলি, মাংসের ঘুগনির মতো লোভনী খাবার নিজেরাই বানিয়ে বিক্রি করছে স্কুলের ছাত্র-ছাত্রীরা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই ভিডিও।

Share this Video

ইডলি, ছোলার চটপটি, ফুচকা, মাংসের ঘুগনির মতো নানা লোভনী খাবার। স্কুলের ছাত্র-ছাত্রীরা নিজেরাই এরকম সব খাবার বানিয়ে ফুড ফেস্টিভ্যালে বিক্রি করছে। স্বল্প মূল্যে এরকম খাবার পেয়ে সবাই ভিড় জমাচ্ছে। সবচেয়ে বেশি ভিড় ইডলির স্টলে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই ভিডিও। স্কুলপড়ুয়াদের এই উদ্যোগে খুশি শিক্ষক-শিক্ষিকারও। তাঁরা পড়ুয়াদের উৎসাহ দিচ্ছেন।

Related Video