সংক্ষিপ্ত

সেপ্টেম্বরেই টানা ৪ দিন ছুটি থাকবে স্কুল! শিক্ষক ও ছাত্রছাত্রীদের জন্য দারুণ সুখবর দিল রাজ্য সরকার

একটা লম্বা ছুটি ঘোষণা করা হল রাজ্য সরকারের তরফে। এই নতুন ছুটি ঘোষণার পরে টানা ৪ দিন বন্ধ থাকবে স্কুল। এই মাসে একটা লম্বা ছুটি পেতে পারেন শিক্ষক ও পড়ুয়ারা।

আসুন জেনে নেওয়া যাক কোন কোন দিন ছুটি ঘোষণা করা হল-

গতকাল অর্থ দফতরের বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ১৪ সেপ্টেম্বর ছুটি ঘোষণা করা হয়েছে। ১৪ সেপ্টেম্বর পড়েছে করম পুজোর ছুটি। ওই দিন কলেজ, সরকারি ও অর্ধ সরকারি প্রতিষ্ঠান বন্ধ থাকবে বলে জানা গিয়েছে।

আসুন জেনে নেওয়া এই ৪ দিনের ছুটির তারিখ-

শনিবার এমনিতেই অর্ধ দিবসের ছুটি থাকছে। তার মধ্যে পড়েছে করম পুজো। তাই এই দিন পুরো ছুটি পাবেন স্কুল পড়ুয়া ও শিক্ষক শিক্ষিকারা। এরপর রবিবার বন্ধ থাকবে স্কুল। এরপর ১৬ সেপ্টেম্বর, সোমবার মিলাদ-উন-নবি উপলক্ষ্য এবং ১৭ সেপ্টেম্বর, মঙ্গলবার বিশ্বকর্মা পুজো উপলক্ষ্যে ছুটি পাবেন পড়ুয়ারা। সব মিলিয়ে ৪ দিন টানা ছুটি রয়েছে সেপ্টেম্বরে।

তবে এই ছুটিতে কোনও বাড়তি সুবিধা পাবেন না বেশ একটা বড় অংশের রাজ্য সরকারি কর্মীরা। কারণ শনিবার এমনিতেই পশ্চিমবঙ্গের বহু অফিস, কাছারি বন্ধ থাকে তাই নতুন এমন কোনও সুবিধা পাওয়া যাবে না।