Malda : লাইনে গর্ত, ছুটে আসছে এক্সপ্রেস ট্রেন, জীবনের ঝুঁকি নিয়ে কি করল বালক, দেখুন

পঞ্চম শ্রেণির ছাত্রের বুদ্ধিতে ভয়ঙ্কর বিপদ থেকে রক্ষা পেল ট্রেন। গায়ের লাল গেঞ্জি খুলেই ট্রেন দাঁড় করিয়ে দিল ছোট্ট বালক। মুহূর্তে বেঁচে গেল কয়েকশো যাত্রীর প্রাণ। ঘটনাস্থল মালদা জেলার ভালুকা রোড স্টেশন সংলগ্ন এলাকা।

/ Updated: Sep 23 2023, 04:27 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

পঞ্চম শ্রেণির ছাত্রের বুদ্ধিতে ভয়ঙ্কর বিপদ থেকে রক্ষা পেল ট্রেন। গায়ের লাল গেঞ্জি খুলেই ট্রেন দাঁড় করিয়ে দিল ছোট্ট বালক। মুহূর্তে বেঁচে গেল কয়েকশো যাত্রীর প্রাণ। ঘটনাস্থল মালদা জেলার ভালুকা রোড স্টেশন সংলগ্ন এলাকা। পঞ্চম শ্রেণীর ওই বালকের নাম মুরসালিম। লাইন দিয়ে দুরন্ত গতিতে ছুটে আসছিল আপ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। আর ওই লাইনেই বেশ কিছুটা অংশ মাটি সরে গিয়ে বড় গর্ত হয়েগিয়েছিল। গর্তটি দেখেই বালক মুরসালিম ট্রেনটিকে দাঁড় করায়। গোটা ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল।