নিরাপত্তা জোরদার বারুইপুর মহকুমা হাসপাতালে, বসবে পুলিশ কিঅস্ক বাড়বে সিসিটিভি

অভয়া কাণ্ডের জেরে রাজ্যের বিভিন্ন হাসপাতাল তাদের নিরাপত্তার দিকে বিশেষ নজর দিচ্ছে। এবার এর জি কর কাণ্ডের থেকে শিক্ষা নিয়ে বারুইপুর মহকুমা হাসপাতালে বসতে চলেছে পুলিশ কিঅস্ক, অতিরিক্ত সিসিটিভি ক্যামেরা ও উন্নত হবে নানান পরিষেবা।

/ Updated: Sep 12 2024, 06:06 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

অভয়া কাণ্ডের জেরে রাজ্যের বিভিন্ন হাসপাতাল তাদের নিরাপত্তার দিকে বিশেষ নজর দিচ্ছে। এবার এর জি কর কাণ্ডের থেকে শিক্ষা নিয়ে বারুইপুর মহকুমা হাসপাতালে বসতে চলেছে পুলিশ কিঅস্ক, অতিরিক্ত সিসিটিভি ক্যামেরা ও উন্নত হবে নানান পরিষেবা। বৃহস্পতিবার বারইপুর মহাকুমা হাসপাতালে সুপারের ঘরে এক উচ্চপর্যয়ের প্রশাসনিক  বৈঠক বসানো হয়। সেই বৈঠকে সামিল ছিলেন বারইপুর পূর্বের বিধায়ক বিভাস সরদার,বারুইপুরের মহকুমা শাসক চিত্রদীপ সেন,  বারইপুর পৌরসভার চেয়ারম্যান শক্তি রায় চৌধুরী ভাইস চেয়ারম্যান গৌতম কুমার দাস,বারইপুর থানার আইসি সৌমজিৎ রায়, বারইপুর হাসপাতালে সুপার ধীরাজ রায়, অ্যাসিস্ট্যান্ট সুপার শ্যামল চক্রবর্তী সহ একাধিক ডক্টরস এবং আধিকারিকগণ। বৈঠকে মূলত আলোচনা হয় হাসপাতালের নিরাপত্তা ও পরিষেবা নিয়ে। বৈঠকে সিসিটিভি ক্যামেরা, পুলিশ কিঅস্ক, অগ্নি নির্বাপন ব্যবস্থা ও হাসপাতালের পরিষ্কার পরিচ্ছন্নতার উন্নতির নানান পরিকল্পনা করা হয়।